Sunday, August 24, 2025

BCCI: বিশেষ উদ‍্যোগ বিসিসিআইয়ের, ঘরোয়া কোচেদের ক্লাস নেবেন গোপীচাঁদ, রাহুলরা

Date:

আগামী রবিবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) শিক্ষকের ভূমিকায় দেখা যাবে পুল্লেলা গোপীচাঁদকে (Pullela Gopichand)। আগামী ২৪ জুলাই এনসিএ-তে আয়োজিত হতে চলেছে বিশেষ এক সেমিনার। সেখানে ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক কোচের সামনে বক্তব্য পেশ করবেন গোপীচাঁদ-সহ চার ক্ষেত্রের চার কৃতী। গোপীচাঁদ ছাড়াও এনসিএ-তে থাকবেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের কর্তা ভেঙ্কি মাইসোর, বিসিসিআইয়ের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক এবং ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul)। সাইনা নেওয়াল, পিভি সিন্ধুদের কোচ গোপীচাঁদ তাঁর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরবে একঝাঁক ঘরোয়া ক্রিকেটের কোচেদের সামনে।

এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন বাংলার সহকারি কোচ সৌরাশিস লাহিড়ী। কোচ ট্রয় কুলি ও সংস্থার ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের তত্বাবধানে কোচিংয়ের স্পেশ্যাল ট্রেনিং করছেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সৌরাশিস ছাড়াও রয়েছেন আবিষ্কার সালভি, টিনু ইয়োহানান এবং শ্রীনাথ অরবিন্দ। তাঁরাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে গিয়েছেন। তারা সবাই গোপীচাঁদ, ভেঙ্কি মাইসোরদের অভিজ্ঞতার কথা শুনবেন। এই নিয়ে এক সংবাদমাধ্যমে সৌরাশিস বলেন,” অসাধারণ উদ্যোগ নিয়েছে বিসিসিআই। ২৪ জুলাই গোপীচাঁদ আমাদের সঙ্গে কথা বলবেন। গোপীচাঁদের হাত ধরে ভারত অনেক সফল ক্রীড়াবীদরা উঠে এসেছে। চ্যাম্পিয়ন গড়ে তোলার মূল মন্ত্র কী, তা নিয়ে বক্তব‍্য রাখবেন গোপীচাঁদ। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর সেমিনারে জানাবেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারের থেকে ঠিক কী কী প্রত্যাশা করে।”

আরও পড়ুন:কমনওয়েলথে খেলতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের বিশেষ বার্তা মোদির

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version