যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সামন্তক দাসের রহস্যমৃত্যু। নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সামন্তক দাসের দেহ উদ্ধার হয়েছে। দেহটি এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বয়স হয়েছিল ৫৭।
বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্রাচর্চা কেন্দ্র’ ও ‘স্কুল অব কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস’-এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তার এই রহস্য মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়াদের মধ্যে।