Wednesday, November 12, 2025

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, তালিকায় ভারতের স্থান কত?

Date:

এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট বাধ্যতামূলক। অতিমারি পর্বে পাসপোর্ট থাকলেও অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে বিস্তর বিধিনিষেধ ছিল। তবে যখন অতিমারির প্রকোপ থেকে গোটা বিশ্ব যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সেইসময় ইউরোপীয় দেশগুলিকে পিছনে ফেলে শক্তিশালী পাসপোর্ট হিসাবে জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার নাম উঠে এসেছে। অভিবাসন পরামর্শদাতা হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে জাপানের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে অবাধে প্রবেশ করা যাবে। সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট দিয়ে ১৯২ টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিকে রাশিয়ান পাসপোর্ট এই তালিকায় ৫০তম স্থানে রয়েছে। এই পাসপোর্ট দিয়ে নির্ঝঞ্ঝাটে ১১৯টি দেশে প্রবেশ করা যাবে।

আরও পড়ুন:ভুটানের সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে দু-দুটো গ্রাম তৈরি করে ফেলেছে চিন!

অতিমারির ঢেউ কাটিয়ে বিশ্বের এই তালিকায় চিনও ৬৯তম স্থানে রয়েছে। ভিনা পাসপোর্ট দিয়েও সহজভাবে ৮০টি দেশে প্রবেশ করা যাবে। কিন্তু এই তালিকায় বিশ্বের নিরিখে আফগানিস্তানের পাসপোর্ট অনেকটাই কম শক্তিশালী। ১১২তম স্থানে রয়েছে আফগানিস্তান এবং ৮৭তম স্থানে রয়েছে ভারতও। হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেইলিন বিবৃতিতে বলেন, “ভ্রমণের স্বাধীনতা পুনরুদ্ধার হতে সময় লাগবে।”

২০১৭ সালের সমীক্ষা অনুযায়ী এশিয়ান দেশগুলি বিশ্বের ১০টি সর্বাধিক গৃহীত পাসপোর্টের মধ্যে স্বীকৃত হয়েছিল। এই ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলির আধিপত্য অনেকটাই কমেছে। তালিকায় দক্ষিণ কোরিয়ার পিছনে রয়েছে জার্মানি।

হেনলি অ্যান্ড পার্টনার্স ইনডেক্স ১৭ বছরের ডেটা ব্যবহার করে বিশ্বের নাগরিকত্বের মূল্য নির্ধারণ করতে সহায়তা করে। কোন দেশ ভিসা অবাধে পায় অথবা ভিসা অন অ্যারাইভ্যালের সুযোগ সুবিধা দেয়, সেই তথ্য তুলে ধরে এই সংস্থা। ব্রিটেন এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এবং এই পাসপোর্ট দিয়ে ১৮৭টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিনে মার্কিন পাসপোর্ট দিয়ে ১৮৬টি দেশে প্রবেশ করা যাবে।



 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version