Wednesday, August 13, 2025

Kolkata: শহরের বুকে অগ্নিকাণ্ড, ভরদুপুরে ভবানীপুরের দোতলা বাড়িতে আগুন

Date:

শহরের বুকে ফের অগ্নিকাণ্ড (Fire incident)। পুজো চলাকালীন মোমবাতির শিখা থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনা ভবানীপুরের (Bhawanipur) রূপচাঁদ মুখার্জি লেনের একটি বাড়ির। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন (Fire engine)। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বড় ধরনের অঘটন ঘটেনি। তবে এভাবে অগ্নিকান্ডের (Fire incident)ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর ১২ট নাগাদ দোতলা বাড়ির ছাদে আচমকাই আগুন লাগে।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন প্রাথমিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির লোকেদের নিরাপদে বাইরে নিয়ে আসে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ায় ঘটনাস্থলে আরও দুটি ইঞ্জিন পৌঁছে যায়। দমকল সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়িটির উপরের তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়াতে শুরু করলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ওই এলাকায় পাশাপাশি বাড়িতে বহু মানুষের বসবাস। আগুন লাগার পর আতঙ্কে তাঁরা সকলেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। দমকলের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। বাড়ির লোকেরা বলছেন ছাদে পুজো চলছিল। সেখানে মোমবাতির শিখা থেকেই অসাবধানতা বশত আগুন ছড়ায়। এ দিন ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই অগ্নিকাণ্ড-এর কবলে পড়া বাড়িটিকে খালি করে দেন দমকল কর্মীরা। কোথাও কেউ আটকে রয়েছেন কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে। হতাহতের কোনও খবর নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।


Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version