Tuesday, November 4, 2025

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, তালিকায় ভারতের স্থান কত?

Date:

এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট বাধ্যতামূলক। অতিমারি পর্বে পাসপোর্ট থাকলেও অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে বিস্তর বিধিনিষেধ ছিল। তবে যখন অতিমারির প্রকোপ থেকে গোটা বিশ্ব যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সেইসময় ইউরোপীয় দেশগুলিকে পিছনে ফেলে শক্তিশালী পাসপোর্ট হিসাবে জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার নাম উঠে এসেছে। অভিবাসন পরামর্শদাতা হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে জাপানের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে অবাধে প্রবেশ করা যাবে। সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট দিয়ে ১৯২ টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিকে রাশিয়ান পাসপোর্ট এই তালিকায় ৫০তম স্থানে রয়েছে। এই পাসপোর্ট দিয়ে নির্ঝঞ্ঝাটে ১১৯টি দেশে প্রবেশ করা যাবে।

আরও পড়ুন:ভুটানের সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে দু-দুটো গ্রাম তৈরি করে ফেলেছে চিন!

অতিমারির ঢেউ কাটিয়ে বিশ্বের এই তালিকায় চিনও ৬৯তম স্থানে রয়েছে। ভিনা পাসপোর্ট দিয়েও সহজভাবে ৮০টি দেশে প্রবেশ করা যাবে। কিন্তু এই তালিকায় বিশ্বের নিরিখে আফগানিস্তানের পাসপোর্ট অনেকটাই কম শক্তিশালী। ১১২তম স্থানে রয়েছে আফগানিস্তান এবং ৮৭তম স্থানে রয়েছে ভারতও। হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কেইলিন বিবৃতিতে বলেন, “ভ্রমণের স্বাধীনতা পুনরুদ্ধার হতে সময় লাগবে।”

২০১৭ সালের সমীক্ষা অনুযায়ী এশিয়ান দেশগুলি বিশ্বের ১০টি সর্বাধিক গৃহীত পাসপোর্টের মধ্যে স্বীকৃত হয়েছিল। এই ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলির আধিপত্য অনেকটাই কমেছে। তালিকায় দক্ষিণ কোরিয়ার পিছনে রয়েছে জার্মানি।

হেনলি অ্যান্ড পার্টনার্স ইনডেক্স ১৭ বছরের ডেটা ব্যবহার করে বিশ্বের নাগরিকত্বের মূল্য নির্ধারণ করতে সহায়তা করে। কোন দেশ ভিসা অবাধে পায় অথবা ভিসা অন অ্যারাইভ্যালের সুযোগ সুবিধা দেয়, সেই তথ্য তুলে ধরে এই সংস্থা। ব্রিটেন এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এবং এই পাসপোর্ট দিয়ে ১৮৭টি দেশে প্রবেশ করা যাবে। অন্যদিনে মার্কিন পাসপোর্ট দিয়ে ১৮৬টি দেশে প্রবেশ করা যাবে।



 

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version