ধর্মতলায় বাঁধভাঙা উচ্ছ্বাস, ভিড়ের মাঝেই উদ্বাহু নৃত্য মতুয়াদের

ঘড়িতে বেলা ১১টা। ধর্মতলায় বাঁধভাঙা উচ্ছ্বাসের স্রোত বাঁধ মানছে না। উচ্ছ্বসিত মতুয়ারাও(Matua)। ২১ জুলাইয়ের মঞ্চের সামনে ভিড়ের মাঝেই উদ্বাহু নৃত্য শুরু করলেন মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। ঢাক-ঢোল-কাঁসর ঘন্টার সেই সাবেক প্রথা, সাবেক রীতি। অংশ নিলেন লালপাড় সাদা শাড়ি পরিহিত মহিলারাও। সমাবেশে আসা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছেও বেশ উপভোগ্য হয়ে উঠল সেই দৃশ্য। বোঝা গেল মতুয়াদের বিভ্রান্ত করে দলে টানার সব চেষ্টাই রসাতলে গেল বিজেপির। উত্তর ২৪ পরগণা, নদিয়া থেকেই শুধু নয়, উত্তরের বিভিন্ন জেলা থেকেও দলে দলে মতুয়ারা আসছেন সমাবেশে। আসছেন রাজ্যের অন্যান্য জায়গা থেকেও। শিয়ালদহে ঢল নেমেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের। মিছিল করে এগচ্ছেন ধর্মতলার দিকে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষের নেতৃত্বে।


Previous article‘উই লাভ দিদি’, সমস্বরে ধর্মতলামুখী জনস্রোত
Next articleকীভাবে হয় দেশের রাষ্ট্রপতি নির্বাচন ? জেনে নিন