Sunday, January 11, 2026

২১শের মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকেই শহরে জনজোয়ার

Date:

Share post:

আজ ২১শে জুলাই। ধর্মতলায় তৃণমূলের মহাবেশ। আর এই বিশেষ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই মহানগরে জনপ্লাবন। ভোর থেকেই কেউ বিশেষ পোশাকে, কেউ দলীয় পতাকা হাতে, স্লোগান দিতে দিতে কর্মীরা মিছিল করে ধর্মতলায় আসতে শুরু করেছেন। কর্মীদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস।তৃণমূল কংগ্রেসের দাবি, বাইশের ২১ জুলাইয়ের জমায়েত ভাঙতে চলেছে অতীতের সমস্ত রেকর্ড।

আরও পড়ুন:শহিদের রক্তে রাঙানো একুশে আজও আগামীর পথ দেখাচ্ছে, লিখলেন কুণাল ঘোষ

সকাল ১০টা থেকে ধর্মতলার মঞ্চে কর্মসূচি শুরু হবে। বেলা ১২টায় বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ ধর্মতলা শহীদ মঞ্চ চত্বরের উদ্দেশ্যে।  দুবছর পর অতিমারির প্রকোপ কাটিয়ে আজ ধর্মতলায় তৃণমূলের মহাসমাবেশ। হাওড়া, শিয়ালদহ স্টেশন তো বটেই,কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট, বিধান সরণি (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, ব্রাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট), বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি (বি কে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট), ডোরিনা ক্রসিং সর্বত্রই তৃণমূল কর্মী সদস্যদের ভিড়। সমর্থকদের আশা এ বছর ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় রেকর্ড সংখ্যায় মানুষ ভিড় জমাচ্ছেন সভা সফল করার উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষ চলেছেন ধর্মতলার উদ্দেশ্যে।আজকের সমাবেশে কী বার্তা দেন দলনেত্রী সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

মহাসমাবেশে যোগ দিতে ২দিন আগে আগে থেকেই  জেলার বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত শুরু হয়েছে। বৃহস্পতিবার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহু কর্মী-সমর্থকরা। কলকাতা পুলিশ আগেই জানিয়েছে, আর্মহার্স্ট স্ট্রিট, বিধান সরণি (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, ব্রাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট), বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি (বি কে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। কলকাতা পুলিশের পক্ষে জানানো হয়েছে, জুলাইয়ের সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩০ জন অফিসার, ৭০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং ১৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার।



 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...