Monday, November 10, 2025

এটিকে মোহনবাগানকে (Atk Mohunbagan) জোড়া চিঠি পাঠাল আইএফএ (IFA)। বুধবার মোহনবাগানকে দুটি চিঠি পাঠিয়েছে তারা। একটি চিঠি কলকাতা লিগে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে এবং অপর চিঠিটি মোহনবাগানের বকেয়া টাকার মেটানোর বিষয় নিয়ে।

সম্প্রতি আইএফএ-তে দুটি চিঠি পাঠিয়েছে মোহনবাগান। একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা লিগে খেলা সংক্রান্ত নিয়ে এবং আরেকটি চিঠি পাঠানো হয়েছে বকেয়া টাকার মেটানোর বিষয় নিয়ে। আর বুধবার সেই বিষয় নিয়ে পাল্টা চিঠি পাঠাল আইএফএ। এই দুই চিঠিরই জবাব দিয়েছে তারা।

এই নিয়ে এখন বিশ্ববাংলা সংবাদকে আইএফএ সচিব অনিবার্ণ দত্ত বলেন, “বুধবার মোহনবাগানকে দুটি চিঠি পাঠানো হয়েছে। কলকাতা লিগ সংক্রান্ত চিঠির উত্তরে, প্রথমেই আইএফএ-র তরফে আসন্ন এএফসি কাপের মোহনবাগান যাতে সাফল্য পায়, তার জন্য এটিকে মোহনবাগানকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছে।

এরপাশাপাশি আইএফএ তরফে চিঠিতে জানান হয়েছে, বাংলার ফুটবলের স্বার্থে সংশ্লিষ্ট ক্লাব ইতিবাচক ভূমিকা পালন করব, এমনটাই আশা করা হচ্ছে। মোহনবাগানকে ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হবে। অপর দিকে ইস্টবেঙ্গল, মহামেডানকে ডুরান্ড কাপ খেলতে হবে। তাই এই তিন প্রধানের সুবিধের কথা ভেবেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের নিয়ম বদল করা হয়েছে। যার ফলে সেপটেম্বরে মাত্র ৫টি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। ”

আর দ্বিতীয় চিঠিতে বকেয়া বিষয়ক নিয়ে বলা হয়েছে যে, “আইএফএর বিশাল আর্থিক ফান্ড নেই। এই মুহূর্তে স্পোনসরও নেই। তাই চারটি কিস্তিতে ক্লাবের টাকা মেটাবে আইএফএ।”

সম্প্রতি মোহনবাগানের তরফে একটি চিঠি পাঠিয়েছিল আইএফএকে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল আসন্ন ডুরান্ড কাপ এবং এএফসি কাপে খেলতে হবে তাদের। তাই কলকাতা লিগে তিন থেকে চারটি ম‍্যাচ খেলবে তারা। অপরদিকে আরেকটি বকেয়া টাকা মেটানোর জন‍্য আইএফএকে চিঠি দিয়েছিল মোহনবাগান। আর বুধবার এই দুই চিঠির পাল্টা দিল আইএফএ। যদিও এই নিয়ে মোহনবাগানের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি।

আরও পড়ুন:India Team: ম‍্যাঞ্চেস্টার থেকে ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বোর্ডের খরচা সাড়ে তিন কোটি টাকা : সূত্র

 

Related articles

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...
Exit mobile version