Saturday, July 5, 2025

সোমনাথ বিশ্বাস

একুশে জুলাই “উলুবেড়িয়া চলো”। আদালত বলেছে, হ্যাঁ চলো, তবে রাত ৮টার পর চলো। এরপরই নিজের দৌড় বুঝতে পেরে উলুবেড়িয়া যাওয়ার আর সাহস দেখাননি শুভেন্দু অধিকারী। বরং, মুখে চুনকালি মেখে একুশে দিনভর তৃণমূলের ধর্মতলার সমাবেশ আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে দিন কাটালেন রাজ্যের বিরোধী দলনেতা! কিন্তু কিছু শিখলেন কি? যা নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু ভেবেছিলেন চুপি চুপি সভা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন। কিন্তু সে গুড়ে বালি! ধরা পড়ে গেলেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তৃণমূলের একুশের সমাবেশ জমিয়ে উপভোগ করছিলেন শুভেন্দু। এবং যে পেজ তিনি ফলো করছিলেন, সেখানে “Watching Subhendu Adhikary” ফুটে ওঠে। অর্থাৎ, তিনি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া লাইভে তৃণমূলের একুশে জুলাইয়ের সভা দেখছিলেন। সেই স্ক্রিন শর্ট এখন ভাইরাল।

আর এই ভাইরাল তরজার মধ্যেই একুশের সমাবেশ শুভেন্দু অধিকারী আরও অনেকে দেখছেন এরকম একটি স্ক্রিনশটও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যে প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি তো সোশাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী নিজে একুশে জুলাইয়ের সভা দেখছিলেন। কেন দেখছিলেন সেই উত্তরটা আগে দিন, তারপর ওনার বাকি কথার উত্তর দেবো”

প্রসঙ্গত, বিশ্ববাংলা সংবাদের তরফে আগেই দাবি করা হয়েছিল, হাইকোর্টের রায়ে শুভেন্দুর মুখে পরোক্ষে চুনকালি পড়েছে। তাই একুশে জুলাই তাঁর নিজের কোনও এজেন্ডা থাকবে না। দিনভর তৃণমূল নেতানেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে হবে। এবং বাস্তবে তিনি সেটাই করেছেন! কিন্তু কিছু শিখেছেন কি?

আরও পড়ুন- দেশের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদি-মমতার, শুভেচ্ছাবার্তা যশবন্ত সিনহারও

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version