Friday, November 7, 2025

মৃত শিশু বেঁচে উঠবে! ১৮ ঘন্টা ঘরবন্দি দেহতে ধরল পিঁপড়ে

Date:

সকালে মা বলে ডাকবে তিন বছরের ছেলে। এমনই আশা করেছিলেন গৌরবের বাবা-মা। কিন্তু আঠারো ঘন্টা কেটে গেলেও কাঙ্খিত মা ডাক শুনতে পেলন না তিনি। ততক্ষণে পচন ধরেছে শিশুর মৃতদেহে। ধরেছে পিঁপড়েও। বিজ্ঞান ও প্রযুক্তি (Science and Technology) নির্ভর একুশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও মানুষ কতটা কুসংস্কারাচ্ছন্ন (Superstition) তার জ্বলন্ত উদাহরণ দক্ষিণ ২৪ পরগনার রাসখালির এই ঘটনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হয় তিন বছরের ওই শিশুর। দুপুরে মায়ের সঙ্গেই ঘুমিয়েছিল ছোট্ট গৌরব। হঠাৎ ঘুম ভাঙতেই মা দেখেন ছেলে নেই। তারপরেই শুরু হয় খোঁজাখুঁজি। বহুক্ষণ পর বাড়ির পাশেই একটি পুকুরে ভাসতে দেখা যায় একরত্তির দেহ। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাধবনগর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

একরত্তিকে গৌরবের দেহ নিয়ে বাড়ি ফেরার পরেই এলাকার মণ্ডলরা এসে বলেন, তাঁদের সন্তানের মৃত্যু হয়নি। রাত ১২টা নাগাদ ওই শিশুর নিথর দেহ একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তারা চলে যায়। যাওয়ার সময় বলে যায়, “কেউ যেন দরজা না খোলে। সকালে ছেলে মা, মা বলে ডেকে উঠবে।” মণ্ডলদের সেই কথায় বিশ্বাস করেন হতভাগ্য বাবা-মা।

সকালে পরিবারের লোকেরা ঘরে ঢুকে দেখেন, ওই শিশুর নিথর দেহে ততক্ষণে পচন ধরে গিয়েছে। পিঁপড়ে ধরে গিয়েছে দেহে। এই খবর পাওয়ার পরই মন্ডলদের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান।


Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version