National Award 2022: জাতীয় পুরস্কারে দক্ষিণী সিনেমার আধিপত্য, সেরা বাংলা ছবি ‘অভিযাত্রিক’

এদিন প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় মঞ্চে সম্মানিত হয়েছে বাংলা ছবি। পাশাপাশি 'তানাজি দ্য আনসাঙ ওয়ারিয়র' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন বলি অভিনেতা অজয় দেবগণ।

করোনা কাটিয়ে দুবছর পর ঘোষণা হল জাতীয় পুরস্কার ২০২২ এর তালিকা। শুক্রবার নয়াদিল্লির জাতীয় মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে এই পুরস্কারের ঘোষণা করা হল, সঙ্গে প্রকাশিত হল বিজয়ীদের নামের তালিকা। আজ বিকেল ৪ টে নাগাদ ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (68TH NATIONAL AWARD 2022) অনুষ্ঠান শুরু হয়। আর সেখানেই সেরা বাংলা ছবির সম্মান পেল শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) ‘অভিযাত্রিক'(Avijatrik)। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফির (Best Cinematography) পুরস্কারও পেয়েছে এই ছবি।

এদিন প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় মঞ্চে সম্মানিত হয়েছে বাংলা ছবি। পাশাপাশি ‘তানাজি দ্য আনসাঙ ওয়ারিয়র’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন বলি অভিনেতা অজয় দেবগণ। তবে এবারের জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার দাপট চোখে পড়ার মতো। ‘সুরারাই পোটোরু’-র জন্য যুগ্মভাবে সেরা অভিনেতা নির্বাচিত হলেন সুরিয়া। সেরা সিনেমা সহ পাঁচটি বিভাগে সেরার সম্মান গেল সুরিয়া প্রযোজিত তামিল ছবির ঝুলিতে। প্রতি বছর দেশের সেরা নির্বাচিত চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পীদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়।

এক নজরে দেখে নেওয়া যাক এই বছরের পুরস্কার প্রাপকদের তালিকা:

সেরা ফিচার ফিল্ম: সুররাই পোত্রু

সেরা অভিনেতার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন : অভিনেতা সুরিয়া (সুরারাই পোত্রু) এবং অজয় ​​দেবগন (তানহাজি: দ্য আনসাং হিরো)

সেরা অভিনেত্রী : অপর্ণা বালামুরালি (Aparna Balamurali)

সেরা গানের জন্য পুরস্কার পেয়েছেন : সাইনা সিনেমার জন্য গীতিকার মনোজ মুনতাশি।

সেরা ডিমাসা চলচ্চিত্র: সেকমখোর (Best Dimasa Film: Sekmkhor)

সেরা টুলু ফিল্ম: জিতিগে (Best Tulu Film: Jeetige)

সেরা তেলেগু চলচ্চিত্র: Colors Photo (Best Telugu Film: Colour Photo)

সেরা তামিল চলচ্চিত্র: শিভারঞ্জিনিয়ুম ইনুম সিলা পেঙ্গালুম (Best Tamil Film: Sivaranjiniyum Innum Sila Pengalum)

সেরা মালায়ালাম ফিল্ম: থিঙ্কলাজচা নিশ্চয়াম (Best Malayalam Film: Thinkalazhcha Nishchayam)

সেরা কন্নড় ছবি: ডল্লু (Best Kannada Film: Dollu)

সেরা হিন্দি ছবি: টুলসিদাস জুনিয়র (Best Hindi Film: Toolsidas Junior)

সেরা বাংলা চলচ্চিত্র: অভিযাত্রিক (Best Bengali Film: Avijatrik)

সেরা অসমীয়া চলচ্চিত্র: সেতু (Best Assamese Film: Bridge)

নন ফিচার ফিল্ম (Non Feature Film)

সেরা সঙ্গীত পরিচালনা: বিশাল ভরদ্বাজ, (Best Music Direction: Vishal Bhardwaj)

সেরা সিনেমাটোগ্রাফি: নিখিল এস প্রবীণ, শব্দিকুন্না কালাপ্পা (Best cinematography: Nikhil S Praveen for Shabdikunna Kalappa)

সেরা অনুসন্ধানী চলচ্চিত্র: দ্য সেভিয়ার: ব্রিগেডিয়ার প্রীতম সিং (Best investigative film: The Saviour: Brig. Pritam Singh)

সেরা এক্সপ্লোরেশন ফিল্ম: হুইলিং দ্য বল (Best Exploration Film: Wheeling The Ball)

সেরা শিক্ষামূলক চলচ্চিত্র: ড্রিমিং অফ ওয়ার্ডস (মালয়ালম) (Best Educational Film: Dreaming of Words (Malayalam)

সামাজিক ইস্যুতে সেরা চলচ্চিত্র: জাস্টিস ডিলেড বাট ডেলিভারড এবং থ্রি সিস্টার (Best Film on Social Issues: Justice Delayed But Delivered and Three Sisters)

সেরা প্রচারমূলক চলচ্চিত্র: সারমাউন্টিং চ্যালেঞ্জেস (Best Promotional Film: Surmounting Challenges)

সেরা জীবনীমূলক চলচ্চিত্র: পাবুং শ্যাম (মণিপুরি) (Best Biographical film: Pabung Syam (Manipuri)

সেরা নন-ফিচার ফিল্ম: টেস্টিমনি অফ আনা (ডাঙ্গি) (Best Non-Feature Film: Testimony of Ana (Dangi)


Previous articleস্বস্তিতে রাজ্য, এসএসসির শিক্ষক নিয়োগের এক গুচ্ছ মামলা খারিজ শীর্ষ আদলতে
Next articleAsia Cup: জল্পনার অবসান, সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ, জানালেন সৌরভ