উদ্বোধন হতে চলেছে হিন্দমোটরের রেলওয়ে কোচ ফ‍্যাক্টরির, উদ্বোধনের কথা মুখ্যমন্ত্রীর

অবশেষে জল্পনার অবসান। ২৭ জুলাই উদ্বোধন হচ্ছে হিন্দমোটরের ওয়াগন ফ্যাক্টরির মধ্যে রেলওয়ে কোচ ফ‍্যাক্টরি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর। সরেজমিন তারই প্রস্তুতি খতিয়ে দেখেন চন্দননগরের (Chandannagar) পুলিশ (Police) কমিশনার এবং জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। ওই কোচ ফ্যাক্টরির (Factory) উদ্বোধন হলে ভারতীয় ব্রডগেজ রেলের কোচ ও মেট্রো রেল কোচ তৈরি হবে হিন্দমোটরেই। সূত্রের খবর, ওই দিনই ভার্চুয়ালি পলতায় হেলিকপ্টার নির্মাণ কারখানাও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, মুখ্যমন্ত্রী যে আসছেন সেটা খুবই গর্বের বিষয়। একই সঙ্গে শিল্পের উন্নতিও বড় পাওনা। ২৭ জুলাইয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে এখন থেকে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দিকে নজর দিচ্ছে স্থানীয় প্রশাসন। সুরক্ষায় যাতে এতটুকু ফাঁক না থাকে সে জন্য আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। টিটাগর ওয়াগন ফ্যাক্টরি সভাকক্ষেও পুলিশ এবং প্রশাসনের মধ্যে আলোচনা হয়। সূত্রের খবর কোন পথে মুখ্যমন্ত্রীর কনভয় আসবে, কী ভাবে সুরক্ষা বলয় তৈরি হবে সেই নিয়েই আলোচনা হয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন:বঙ্গবিভূষণ সম্মান বয়কট: দুই নোবেলজয়ী অর্থনীতিবিদের কাছে আবেদন সুজনের