Tuesday, August 26, 2025

এসএসসি নিয়োগ মামলায় ধৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এসএসকেএমে (SSKM) চিকিৎসাধীন। কিন্তু সেখান থেকে তাঁকে সরাতে চেয়ে হাইকোর্টে আবেদন জানায় ইডি। তাঁদের অভিযোগ, তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না পার্থ। হাসপাতালের বিরুদ্ধেও অভিযোগ কেন্দ্রের তদন্তকারী সংস্থার। হাইকোর্টে শুনানিতে ইডির (ED) আইনজীবী পার্থকে স্থানান্তরিত করার আর্জি জানান। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, জোকা ইএসআইয়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত।

২৭ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতে পার্থর জামিন বাতিল হয়। এপরপর তিনি অসুস্থ হওয়ায় তাঁকে জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম-এ। কিন্তু সেখানে তাদের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ ইডি। এই নিয়েই রবিরার হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুনানিতে বলা হয়, নিম্ন আদালতে তাঁকে তোলার আগে অন্য হাসপাতালে নিয়ে গেলে তারা ফিট সার্টিফিকেট দেয়। অথচ, তারপরও চিকিৎসায় বাধা দেয়নি ইডি। পার্থকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। কিন্তু ইডি-র আইনজীবীর অভিযোগ, ওই হাসপাতালে গেলে অফিসারদের সহযোগিতা করা হচ্ছে না।

বিচারপতি বিবেক চৌধুরী ইডির আইনজীবী শ্রীরাজুকে বলেন, দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পার্থকে পরীক্ষা করানো হোক। ইডির আইনজীবী দিল্লির বদলে কল্যাণী এইমসের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব নস্যাৎ করে বিচারপতি চৌধুরীর জানান, ‘‘কল্যাণী এইমসের উপর আমার ভরসা নেই।’’ ভুবনেশ্বর এইমসে খোঁজ নেওয়ার কথা বলে বিচারপতি। তবে, বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, কোথাও নিয়ে যাওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানকার চিকিৎসকেরা এখানে এসে পরীক্ষা করবেন। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে কোনও আপোষ হওয়া উচিত নয় : ধর্মেন্দ্র প্রধান

 

 

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version