সোমবার ভোরে পার্থকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ হাই কোর্টের

SSKM থেকে সোমবার ভোরে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে হবে। নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (High Court)। এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। সঙ্গে এসএসকেএমে পার্থর চিকিৎসক এবং আইনজীবীও যাবেন। মেডিসিন, কার্ডিয়োলজি, এন্ড্রক্রিনোলজি, নেফ্রোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল তৈরি রাখতে AIIMS ভুবনেশ্বরকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেল ৩টের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার রিপোর্ট দিতে হবে এইমস ভুবনেশ্বরকে। সেই রিপোর্টের কপি তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতাল এবং পার্থের আইনজীবীকে দিতে হবে।

এসএসসি নিয়োগ মামলায় ধৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএমে (SSKM) চিকিৎসাধীন। কিন্তু সেখান থেকে তাঁকে সরাতে চেয়ে হাইকোর্টে আবেদন জানায় ইডি। তাঁদের অভিযোগ, তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না পার্থ। হাসপাতালের বিরুদ্ধেও অভিযোগ কেন্দ্রের তদন্তকারী সংস্থার। হাইকোর্টে শুনানিতে ইডির (ED) আইনজীবী পার্থকে স্থানান্তরিত করার আর্জি জানান। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, জোকা ইএসআইয়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। শুনানি শেষ হলেও রবিবার সন্ধেয় সাময়িক রায়দান স্থগিত রাখে আদালত। রাতে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।

আরও পড়ুন- পার্থর হাসপাতাল বদল নিয়ে রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

 

Previous articleঅলিম্পিকের থেকেও কঠিন ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বলছেন নীরজ
Next articleনীরজ চোপড়ার রপো পদক জয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর