Wednesday, August 27, 2025

সেনায় ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প নিয়ে কেন্দ্রকে (Central Government)তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর কটাক্ষ, নরেন্দ্র মোদির গবেষণাগারে (Laboratory) নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষার জেরে বিপদের মধ্যে দেশের সুরক্ষা ব্যবস্থা।

রবিবার ওয়ানাডের (Wayanad) কংগ্রেস সাংসদ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, মোদির গবেষণার জন্যেই অন্ধকারে চলে যাচ্ছে দেশের যুব সমাজ। চার বছর পর যে অগ্নিবীর-রা সেনার চাকরি হারাবেন, তাঁদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস প্রেসিডেন্ট। যদিও সেনায় নিয়োগের ক্ষেত্রে এই প্রকল্প থেকে কোনওভাবেই সরে আসা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্র।

‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্প নিয়ে ইতিমধ্যেই জনস্বার্থ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে আদালতে। এই ইস্যুতে উত্তাল হয়েছে সংসদের অধিবেশনও। এর মধ্যেই রবিবার ট্যুইট করে ফের বিতর্ক উস্কে দেন রাহুল গান্ধী। তিনি ট্যুইটে লেখেন, প্রতি বছর ৬০ হাজার সৈনিক অবসর নেন। এর মধ্যে মাত্র ৩ হাজার জনই ফের সরকারি চাকরিতে যোগদান করতে পারেন। চার বছর পর যে হাজার হাজার অগ্নিবীর অবসর নেবেন, তাঁদের ভবিষ্যৎ কী হবে?” ট্যুইটে প্রশ্ন তোলেন রাহুল।

সেনায় জওয়ান পদে নিয়োগের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government)। নতুন নিয়ম অনুযায়ী, সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সীরা সেনায় যোগ দিতে আবেদন করতে পারবেন। যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের নাম হবে ‘অগ্নিবীর’। কিন্তু চার বছর পর মাত্র ২৫ শতাংশকেই সেনায় স্থায়ী চাকরি দেবে সরকার। বাকি ৭৫ শতাংশকে ছাড়তে হবে সেনার চাকরি। তবে বেতন বাদে তাঁদের দেওয়া হবে ১১ থেকে ১৩ লক্ষ টাকা। যা সম্পূর্ণ কর মুক্ত (Tax Free)।

 

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version