Sunday, May 4, 2025

অলিম্পিকের থেকেও কঠিন ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বলছেন নীরজ

Date:

Share post:

বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে রুপো জিতে গর্বিত নীরজ চোপড়া। তাঁর দাবি, অলিম্পিকের থেকেও এই লড়াইটা আরও কঠিন ছিল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী বছরের বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে সোনা জেতাই তাঁর লক্ষ্য।

নীরজ বলেন, ‘‘দেশের জন্য রুপো জিততে পেরে দারুণ লাগছে। আমি আনন্দিত এবং গর্বিত। লড়াইটা অলিম্পিকের থেকেও কঠিন ছিল। এই টুর্নামেন্টের গেমস রেকর্ড অলিম্পিক রেকর্ডের থেকেও উন্নত। প্রতিযোগিতাও অনেক বেশি কঠিন। আগামী বছর আবার বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর বসবে। সেখানে সোনা জেতাই আমার লক্ষ্য।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘অলিম্পিক চ্যাম্পিয়ন বলে কোনও বাড়তি চাপ আমার উপরে ছিল না। প্রথম তিনটে থ্রো ভাল না হলেও, নিজের উপরে আস্থা হারিয়ে ফেলিনি। বরং ঘুরে দাঁড়াবো, এই বিশ্বাসটা ছিল। পিছন থেকে ফিরে এসে রুপো পেয়েছি, এটা আমাকে তৃপ্তি দিচ্ছে। অসাধারণ একটা অনুভূতি। তবে আবারও বলছি, পরেরবার এই পদকের রং পাল্টানোর চেষ্টা করব। আমার লক্ষ্য সোনা।’’
নীরজ এদিন আরও জানিয়েছেন, খারাপ আবহাওয়ার পাশাপাশি কুঁচকির চোটের সঙ্গেও তাঁকে লড়াই করতে হয়েছে। তিনি বলেন, ‘‘আবহাওয়া খুব একটা ভাল ছিল না। খুব জোরে হাওয়া বইছিল। তাছাড়া কুঁচকির চোটও কিছুটা অস্বস্তিতে রেখেছিল। চার নম্বর থ্রোয়ের পরেই কুঁচকিতে টান লেগেছিল। আজ একবার ডাক্তারি পরীক্ষা হবে। তার পরেই জানা যাবে চোট কতটা গুরুতর। আশা করি, কমনওয়েলথ গেমসে অংশ নিতে কোনও সমস্যা হবে না।’’

চলতি মরশুমের শুরুতেই জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করা। এখনও পর্যন্ত সেটা সম্ভব না হলেও নীরজের বক্তব্য, ‘‘আমি ধারাবাহিকতায় বিশ্বাসী। বিশ্বাস করি, অদূর ভবিষ্যতেই নিজের লক্ষ্যপূরণ করতে পারব। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন, সাই এবং সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বিদেশি কোচ থেকে বিদেশে প্রশিক্ষণ সব ধরণের সহযোগিতা ওদের কাছ থেকে পেয়েছি।’’

 

spot_img
spot_img

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...