Friday, August 22, 2025

বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুর থানা, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। সোমবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বহরমপুর থানা (Berhampore Police Station। এই ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ ৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এঁদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন। মালখানায় বাজেয়াপ্ত করে রাখা পুরনো মোবাইলের ব্যাটারি থেকেই এই বিস্ফোরণ বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হঠাৎ করে কেন মোবাইলে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বহরমপুর থানার দোতলায় একটি ঘরে বাজেয়াপ্ত করা মোবাইল সহ অন্যান্য সামগ্রী রাখা থাকে। এদিন দুপুরে সেই ঘরের ভিতরেই আচমকা জোরাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে উপস্থিত ৪ পুলিশকর্মী আহত হয়েছেন। যার মধ্যে এক এসআই সহ ১ সিভিক ভলান্টিয়ার এবং ১ ভিলেজ পুলিশকর্মী রয়েছেন। বর্তমানে তাঁরা সকলেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি (Murshidabad Medical College & Hospital)। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

থানার ভিতরে বিস্ফোরণের ঘটনায় এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে বহরমপুর থানার পুলিশকর্মীদের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত মোবাইলের ব্যাটারি থেকেই বিস্ফোরণ ঘটেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে জেলা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক তদন্তকারী দলও। তবে ঠিক কী কারণে এই জোরাল বিস্ফোরণ তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল।


spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...