Monday, November 10, 2025

বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুর থানা, আহত বেশ কয়েকজন পুলিশকর্মী

Date:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। সোমবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বহরমপুর থানা (Berhampore Police Station। এই ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ ৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এঁদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন। মালখানায় বাজেয়াপ্ত করে রাখা পুরনো মোবাইলের ব্যাটারি থেকেই এই বিস্ফোরণ বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে হঠাৎ করে কেন মোবাইলে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বহরমপুর থানার দোতলায় একটি ঘরে বাজেয়াপ্ত করা মোবাইল সহ অন্যান্য সামগ্রী রাখা থাকে। এদিন দুপুরে সেই ঘরের ভিতরেই আচমকা জোরাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে উপস্থিত ৪ পুলিশকর্মী আহত হয়েছেন। যার মধ্যে এক এসআই সহ ১ সিভিক ভলান্টিয়ার এবং ১ ভিলেজ পুলিশকর্মী রয়েছেন। বর্তমানে তাঁরা সকলেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি (Murshidabad Medical College & Hospital)। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

থানার ভিতরে বিস্ফোরণের ঘটনায় এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে বহরমপুর থানার পুলিশকর্মীদের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত মোবাইলের ব্যাটারি থেকেই বিস্ফোরণ ঘটেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে জেলা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক তদন্তকারী দলও। তবে ঠিক কী কারণে এই জোরাল বিস্ফোরণ তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরেন্সিক দল।


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version