Thursday, December 4, 2025

আট অগস্টের মধ্যে প্রমাণ করতে হবে কার হাতে থাকবে শিবসেনার রাশ

Date:

Share post:

কার হাতে থাকবে শিবসেনার (Shiv Sena) নিয়ন্ত্রণ বালাসাহেব পুত্র নাকি সম্প্রতি মুখ্যমন্ত্রী হওয়া একনাথ শিন্ডে(Eknath Shindhu)! যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ নির্বাচন কমিশনকে (Election Commission) কোনও সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল উদ্ধবের(Uddhab Thakrey) শিবসেনা গোষ্ঠী। অন্যদিকে বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠনের পর টিম শিন্ডের দাবি, এটাই আসল শিবসেনা। শিন্ডে এবং উদ্ধব দুই গোষ্ঠীকেই ৮ অগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যেই সমস্ত নথি এবং লিখিত বিবৃতি দিয়ে প্রমাণ করতে হবে, কার হাতে থাকবে দলের রাশ। তারপরেই শুনানি করবে নির্বাচন কমিশন।

ঠাকরে গোষ্ঠী সুপ্রিম কোর্টকে আবেদন করে, শিবসেনার বিদ্রোহী বিধায়কদের যতক্ষণ না অযোগ্য ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে না। অন্যদিকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে শিন্ডে গোষ্ঠী দলীয় প্রতীক এবং নির্বাচন করার দাবি জানিয়েছে। একনাথ শিবিরের দাবি, ৫৫ জন বিধায়কের মধ্যে ৪০ জন বিধায়ক এবং ১৮ জন সাংসদের মধ্যে ১২ জন সাংদের সমর্থন রয়েছে।

দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা প্রমাণ করার জন্য‌ শনিবার নির্বাচন কমিশন দুই শিবিরকেই ৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, এটা স্পষ্ট যে শিবসেনার মধ্যে দুটি গোষ্ঠী রয়েছে। একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন একনাথ শিন্ডে এবং অন্য গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন উদ্ধব ঠাকরে। উভয় গোষ্ঠীর নেতাই প্রকৃত শিবসেনা বলে দাবি করেছেন। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত নথি এবং লিখিত বিবৃতি পাওয়ার পরই শুনানির জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মহারাষ্ট্র বিধানসভার স্পিকারকে শিন্দে শিবির বলেছিল, ঠাকরে শিবিরকে অযোগ্য ঘোষণা করতে। যদিও ১১ জুলাই দে‌শের শীর্ষ আদালত স্পিকার রাহুল নারওয়েকরকে, ঠাকরে শিবিরের অযোগ্যতার আবেদনে দ্রুত সিদ্ধান্ত নিতে নিষেধ করেছিল।

শিন্ডে শিবিরের দাবি, গত মাসে আস্থা ভোট এবং স্পিকার নির্বাচনের সময় দলের হুইপ অমান্য করার জন্য তাদের সেনা প্রতিদ্বন্দ্বীদের অযোগ্য ঘোষণা করা দরকার। ১ অগস্ট এই মামলার শুনানি হবে।


spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...