Wednesday, December 17, 2025

বিরোধীদের কণ্ঠরোধ! ৭ তৃণমূল সহ রাজ্যসভার ১৯ সাংসদ সাসপেন্ড

Date:

Share post:

দেশের অর্থনীতির(Economy) হাল বেহাল। লাফিয়ে লাফিয়ে পড়ছে টাকার দাম, অন্যদিকে মূল্যবৃদ্ধির(Price Hike) জেরে নাকাল দেশবাসীর। আর এই ইস্যুতেই সংসদে সরব হয়েছিলেন বিরোধীরা। তবে সে বিষয়ে আলোচনা তো দূর, কার্যত বিরোধীদের কণ্ঠরোধ করতে উদ্যত হল সরকার। এক যোগে সাসপেন্ড করা হল রাজ্যসভার ১৯ জন সাংসদকে। এঁদের মধ্যে ৭ জন তৃণমূলের সাংসদ(TMC MP)। চলতি সপ্তাহে জন্য তাঁরা বাদল অধিবেশনে অংশ নিতে পারবেন না। সংসদ চত্বরে বিক্ষোভ ও হই হট্টগোলের জন্যই তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

যে সকল তৃণমূল সাংসদ এদিন সাসপেন্ড হয়েছেন তাঁরা হলেন, দোলা সেন, শান্তনু সেন, মৌসম নূর, শান্তা ছেত্রী, নাদিমূল হক, আবিররঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব। এছাড়াও তালিকায় ডিএমকের তিন জন সাংসদ এম এম আবদুল্লা, ডি এল যাদব এবং রাম ও বাম সাংসদও রয়েছেন। তাঁরা সংসদের উচ্চকক্ষে মূল্যবৃদ্ধি, মুদ্রস্ফীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত স্লোগান দিচ্ছিলেন। ওয়ালে নেমে বিক্ষোভও দেখান তাঁরা। এই সাসপেনসনের প্রতিবাদে মঙ্গলবার সরব হয়েছে তৃণমূল। টুইটারে মোদি সরকারকে তোপ দেগে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “আমাদের সাসপেন্ড করতে পারেন। কিন্তু চুপ করাতে পারবেন না। সাংসদরা মানুষের সমস্যা তুলে ধরলেই সাসপেন্ড করা হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? সংসদের প্রবিত্রতার সঙ্গে আপস করা হচ্ছে।”

উল্লেখ্য, বাদল অধিবেশনের আগে সংসদ চত্বরে ধরনা, বিক্ষোভ কর্মসূচি করা যাবে না বলে কার্যত ‘ফতোয়া’ জারি করা হয়েছিল। কিন্তু বিরোধীরা সেই ফতোয়া হেলায় উড়িয়েছেন। সংসদ অধিবেশনের শুরুর দিনই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর উপর জিএসটি (GST) বসানোর প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃত্বে পোস্টার হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন সাংসদরা। শামিল ছিলেন তৃণমূলের একাধিক সাংসদও। সোমবার সংসদ চত্বরে ধরনা দেওয়ায় লোকসভার ৪ কংগ্রেস সাংসদকেও সাসপেন্ড করেন স্পিকার। কঠোর পদক্ষেপ নিয়ে জানানো হয় বাদল অধিবেশনে আর অংশ নিতে পারবেন না তাঁরা।


spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...