Wednesday, November 12, 2025

মঙ্গলবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদাভাবে টানা জেরা করছেন ইডি আধিকারিকরা। তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা মুখোপাধ্যায়। তথ্য দিতে শুরু করেছেন। অথচ এখনও জানি না, মনে নেই বলে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, খবর ইডি সূত্রে।

এরই মধ্যে উদ্ধার হওয়া কালো ডায়েরিকে কেন্দ্র করে ক্রমশ তৈরি হচ্ছে রহস্য!
প্রাক্তন শিক্ষা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বান্ধবী অর্পিতা’র খোঁজ পান তদন্তকারীরা। আর সেখানে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে ২১ কোটি টাকা’র খোঁজ পেয়েছেন ইডির আধিকারিকরা। উদ্ধার হয়েছে বহু সম্পত্তি।

অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাট থেকে একটি কালো ডায়েরি উদ্ধার হয়েছে বলে খবর। আর সেই ডায়েরিকে ঘিরেও তৈরি হচ্ছে রহস্য। কারণ সেখানে পাতায় পাতায় উচ্চ শিক্ষা দফতরের নাম লেখা আছে বলে দাবি ইডি সূত্রে। ফলে এই ডায়েরি নিয়েই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে। তবে তাতে কি লেখা আছে তা এখনও স্পষ্ট নয়।

তবে ওই কালো ডায়েরিতে অনেক কিছু সূত্র লুকিয়ে থাকতে পারে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
পার্থর বাড়ি থেকে একাধিক নথি ও জমির দলিলও উদ্ধার হয়।এমনকি মডেল -অভিনেত্রী’র বাড়িতে শিক্ষা দফতরের ডায়েরি কেন আসবে তা নিয়েও প্রশ্ন ইডির তদন্তকারীদের।এমনকি একাধিক সংস্থার হদিশও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি। যার মধ্যে একটি সংস্থার ডিরেক্টর পদে অর্পিতা’র নাম রয়েছে বলে দাবি করা হয়েছে ইডি’র তরফে।রহস্যের জট খুলতে খুব শীঘ্রই পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি জেরা করা হবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version