Monday, August 25, 2025

SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee)। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বৈশাখী বলেন, ’’পার্থ চট্টোপাধ্যায়কে আগে অনেক বলেছি। উনি বলতেন, শিক্ষা দফতরটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে নয়, নাকতলা থেকে চলবে।’’ আর বৈশাখীর এই হঠাৎ বিস্ফোরক অভিযোগ নিয়েই জল্পনা রাজনৈতিক মহলে। কার মদতে এত গোপন কথা ফাঁস করছেন শোভনের বান্ধবী? তাহলে কী পিছনে মদত শোভনেরই!পার্থর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই ছিলেন বৈশাখী। পার্থ যখন রাজ্যের শিক্ষামন্ত্রী, তখন তৃণমূলের অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সূত্রের খবর, পার্থর অফিসে দীর্ঘদিন যেতেন বৈশাখী। তিনি যখন সেখানে যেতেন, তখন বাইরে মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য লম্বা লাইন। কিন্তু তাঁদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে বৈশাখীর সঙ্গেই আলোচনা করতেন পার্থ। তাহলে, এখন কেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সরব বৈশাখী! তিনি অবশ্য বলছেন দুর্নীতিকে সমর্থন করেননি বলেই পার্থর সঙ্গে দূরত্ব তৈরি হয়। বলেন, “আমি পার্থদাকে বলেছিলাম, প্রত্যেক পদের জন্য প্রাইস ট্যাগ লাগাচ্ছেন। এটা বন্ধ হওয়া দরকার। উনি শোনেননি। উল্টে দুর্নীতি যাঁরা করেছেন, তাঁদের পুরস্কৃত করেছেন।’’

এরপরেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বলেন, ’’চুরিকে প্রশ্রয় দেওয়াকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছেন। এমন ঘটনা ঘটেছে, যে আমাকে এসএসসির দায়িত্ব দেওয়া হচ্ছিল একবার। তখন এই পার্থর সামনে শিক্ষা দফতরের আধিকারিকরা বলেন, ওঁকে দেবেন না, আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে।’’ ক্ষমতায় থাকার জেরে পার্থর মধ্যে চরম ঔদ্ধত্য এসেছিল বলেও অভিযোগ বৈশাখীর।

তবে, সাক্ষাৎকারে বারবারই তাঁর জীবনে পার্থ চট্টোপাধ্যায়ের অবদানের কথা স্বীকার করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাহলে হঠাৎ এই সব হাঁড়ির খবর ফাঁস করছেন কেন শোভনের বান্ধবী? রাজনৈতিক মহলের মতে, বৈশাখীর নয়, এই সব শোভন চট্টোপাধ্যায়ের প্রতিহিংসামূলক আচরণের ফল। অভিযোগ, বিজেপি ত্যাগের পর শোভনের তৃণমূলের ফেরার পথে পার্থ চট্টোপাধ্যায়ই না কি বাধা ছিলেন। সেকারণেই তিনি বিপাকে পড়ার পরে বৈশাখীর মাধ্যমে সেই ক্ষোভই বৈশাখীর মাধ্যমে প্রকাশ করছেন আরেক বেহালার আদি বাসিন্দা শোভন।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version