Tuesday, August 26, 2025

বিদায়লগ্নে কোবিন্দকে আবেগঘন চিঠি মোদির

Date:

Share post:

বিদায়লগ্নে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে(Ramnath Kovond) ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শেষদিন ছিল কোবিন্দের। প্রধানমন্ত্রীর(Prime Minister) লেখা চিঠি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সঙ্গে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই চিঠি আমার গভীর ভাবে ছুঁয়ে গিয়েছে। দেশের সহনাগরিকরা আমার প্রতি যে ভালবাসা এবং সম্মান দেখিয়েছেন, প্রধানমন্ত্রীর অন্তর থেকে বলা কথাগুলিতে তা প্রতিফলিত হয়েছে। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।”

প্রাক্তন রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছরের দিকে এগিয়ে যাওয়ার পথে দেশের ছোট একটি গ্রাম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত আপনার ব্যক্তিগত সফর দেশের উন্নয়নকে যেমন তুলে ধরে, সেরকমই তা সাধারম মানুষের অনুপ্রেরণার মতো।” পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে সংবিধানের প্রতি দায়বদ্ধতার জন্য কোবিন্দকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুপাতার চিঠিতে মোদি প্রশংসা করেছেন দেশের প্রথম নাগরিক হিসেবে কোবিন্দের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বিচক্ষণতাকে। তিনি লেখেন, “আপনি দেশের প্রথম নাগরিক ছিলেন। কিন্তু সবসময় দেশের দুর্বলতম নাগরিকের উন্নয়নের জন্য আপনার সমবেদনা এবং উদ্বেগ আপনার মধ্যে দেখতে পেয়েছি। দেশের সর্বোচ্চ পদে থেকেও আপনি মাটি এবং তার মানুষের সঙ্গে সংযোগ রেখে গর্ব অনুভব করেছেন, তাঁদের সমস্যার প্রতি সংবেদনশীল থেকেছেন। তাঁদের কী প্রত্যাশা, কী পরিবর্তন প্রয়োজন, তা আপনি যথার্থ ভাবে অনুধাবন করতে পারতেন।”

সবশেষে রামনাথ কোবিন্দকে উদ্দেশ্য করে মোদি লেখেন, “সম্প্রতি আপনি ছাত্রছাত্রীদের যে পরামর্শ দিয়েছেন, তাতেই আপনার জীবনের উদ্দেশ্য প্রতিফলিত হয়। তা হল জীবনে প্রতিষ্ঠিত হলে সমাজকেও সবসময় কিছু ফিরিয়ে দিতে হয়।” এছাড়াও মোদি জানাতে ভোলেননি একসঙ্গে কাজ করার সময় বরাবর রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের সুপরামর্শ পেয়েছেন তিনি। আগামিদিনেও প্রয়োজন হলে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন।


spot_img

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...