Saturday, August 23, 2025

ফতোয়াকে ফুঁৎকারে উড়িয়ে মেঘালয়ের নেতৃত্বকে সঙ্গে নিয়ে সংসদে তৃণমূলের বিক্ষোভ

Date:

ফতোয়া জারি করেছিল সরকার। জানানো হয়েছিল সংসদ চত্বরে কোনরকম ধরনা ও বিক্ষোভ করা যাবে না। তবে সেই ফতোয়াকে ফুঁৎকারে উড়িয়ে সংসদ চত্বরে এবার প্রতিবাদে সামিল হল তৃণমূল(TMC)। পাশাপাশি উপস্থিত ছিলেন মেঘালয়ের(Meghalaya) নেতৃত্বরা। দাবি তোলা হয়, গারো ও খাসি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভূক্ত করে স্বীকৃতি দিতে হবে। মেঘালয়ের মুকুল সাংমাদের(Mukul Sangma) পাশাপাশি এদিন পোস্টার হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee), মহুয়া মৈত্র, শান্তনু সেনরা।

এদিন মেঘালয়বাসীর দাবিদাওয়া তুলে ধরে বিক্ষোভ দেখানো হয় সংসদ চত্বরে। মেঘালয়ের গারো ও খাসি ভাষার স্বীকৃতির দাবিতে একযোগে সরব মুকুল সাংমা, মহুয়া মৈত্ররা। অসম-মেঘালয় সীমানা চুক্তি বাতিল নিয়েও কেন্দ্রের কাছে মেঘালয়ের নেতারা দাবি তুলেছেন। সংসদ চত্বরে প্রতিবাদের পর তৃণমূলের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এদিন সাংবাদিক বৈঠক করে মুকুল সাংমা বললেন, “দীর্ঘদিন ধরে নানা সুযোগসুবিধা থেকে বঞ্চিত মেঘালয়বাসী। অনেক কিছু আটকে রাখা হয়েছে। আমাদের দাবিগুলো এবার পূরণ করতে হবে কেন্দ্রকে। সেই বার্তাই দিতে এসেছি।” তবে পোস্টার হাতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সাংসদরা মিছিল করতে গেলে তাঁদের বাধা দেয় পুলিশ।

বাংলার বাইরে একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করেছে তৃণমূল। উত্তর-পূর্ব ভারতের অবহেলিত ছোট রাজ্য অসম, ত্রিপুরায় ইতিমধ্যেই তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। সেখানকার সংগঠনের ভিতও মজবুত হয়ে উঠছে। মেঘালয়ে একসঙ্গে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা, বিধায়ক কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন। এই পরিস্থিতিতে সংসদে নিজেদের সর্বভারতীয় চরিত্র সুস্পষ্ট করাতে মেঘালয়ের সমস্যা নিয়ে সরব হল তৃণমূল।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version