Tuesday, August 26, 2025

কালীকে অপমান করেছে BJP, পুজো ও ইভেন্টের পার্থক্য জানে না: নিজের ঘরেই বিদ্ধ সুকান্তরা

Date:

রাজনীতিতে ভেসে থাকতে কালীকে হাতিয়ার করে ময়দানে নেমেছিল বঙ্গে বিজেপি। ২৮ জুলাই সেন্ট্রাল এভিনিউতে রাজ্য সদর দফতরের সামনে বিশেষ কালীপুজো(Kali Puja) করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে শেষ বেলায় সে সিদ্ধান্ত থেকে পিছু হঠেন সুকান্ত-শুভেন্দুরা। আর এই ঘটনায় নতুন করে উস্কে উঠল বিতর্ক। সুকান্ত-শুভেন্দুদের তোপ দেগে সরব হল বিজেপির(BJP) বিক্ষুব্ধ গোষ্ঠী ‘সেভ বেঙ্গল বিজেপি'(Save Bengal BJP)। বিক্ষুব্ধ গোষ্ঠীর স্পষ্ট অভিযোগ, “মা কালীকে অপমান করছে বঙ্গ বিজেপির ‘ফেলিওর গ্যাং’। তারা পুজো ও কর্মসূচীর পার্থক্য বোঝে না।”

বিজেপির কালীপুজো বাতিলের এই সিদ্ধান্তকে রীতিমত তোপ দেগে সেভ বেঙ্গল বিজেপির তরফে টুইট করে লেখা হয়, “বেপরোয়া ‘ফেলিওর গ্যাং’ অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদাররা দলীয় অফিসে কালী পুজোর পরিকল্পনা করে মা কালীকে অপমান করেছে। কোনটাকে পুজো বলে আর কোনটাকে কর্মসূচী বলে তারা এটাও জানে না। মা কালী বঙ্গ বিজেপিকে রক্ষা করুন।” বিক্ষুব্ধ বিজেপির এহেন টুইটের রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ পুড়েছে সুকান্ত-শুভেন্দুদের। কারণ রাজনীতি করতে দলের অফিসে যে পুজোর আয়োজন করা হয়েছিল তাতে দ্বিমত ছিলেন বহু নেতা। পুজোর নামে রাজনৈতিক কর্মসূচী মানতে একেবারেই রাজি ছিলেন না আদি বিজেপির বহু নেতাই।

যদিও সে আপত্তি ফুঁৎকারে উড়িয়ে বেপরোয়া ও রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি অকাল কালীপুজো উপলক্ষে জেলায় জেলায় চাল, ডাল তোলা শুরু করে। তা দিয়েই নাকি মায়ের ভোগ প্রসাদ তৈরি করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে পুজোর নামে এই রাজনৈতিক কর্মসূচী বাতিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। আর এই ইস্যুতেই রাজ্য নেতাদের তোপ দেগে এবার সরব হল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী।


Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version