Saturday, May 10, 2025

পার্থর জামিন খারিজে মন্ত্রিত্ব আর দলীয় পদ ইডির অস্ত্র হতে পারে

Date:

আপনি কি মন্ত্রিত্ব ছাড়ছেন? সাংবাদিকদের প্রশ্নের ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)বলেন, “কারণ কী?”। এই মন্তব্য থেকেই স্পষ্ট মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার কোনও পরিকল্পনা নেই তাঁর। বৃহস্পতিবার, রাজ্য মন্ত্রিসভা বৈঠক। সেখানে এই বিষয়ে আলোচনা হবে বলে খবর। অন্দরের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে না। কারণ, যতক্ষণ না পর্যন্ত তিনি দোষী প্রমাণিত হচ্ছেন, ততক্ষণ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

কিন্তু তিনটি দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ মামলায় আপাতত রয়েছেন ইডির(ED) হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর জায়গায় দায়িত্ব কে সামলাবেন? তাহলে কি শিল্প দফতর নিজের হাতেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাকি পরিষদীয় দফতরের অতিরিক্ত দায়িত্বে আসবেন অন্য কেউ? বৃহস্পতিবার, মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। এক্ষেত্রে উঠে আসছে বাবুল সুপ্রিয়র নামও। তাঁকে এবার মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।

তবে, পার্থর শুভানুধ্যায়ী আইনজীবীদের মধ্যে পার্থর মন্ত্রী থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, রাজ্যের তিনটি দফতরের মন্ত্রী তিনি। একই সঙ্গে শাসকদলের মহাসচিব পার্থ। এই পরিস্থিতিতে তাঁর উপর প্রভাবশালী তকমা লাগাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে ইডি পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করতে পারে। কারণ, ছাড়া পেলে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারেন। এই অজুহাতে অতীতে অনেকেরই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এক্ষেত্রেও তার ব্যাতিক্রম ঘটবে না বলেই মনে করেছেন আইনজীবীদের একাংশ। এই পরিস্থিতিতে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি পেলেই পার্থর জামিন পাওয়ার পক্ষে অনুকূল বলে মনে করেছে আইনজীবী মহল।

আরও পড়ুন- চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে শহরের রাজপথে মহামিছিল বামেদের

Related articles

কাশ্মীর থেকে গুজরাট, ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের! পাল্টা জবাব ভারতের

বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও আকাশপথে হামলা জারি রাখল পাকিস্তান (Pakistan Air Attack)। শাহবাজ শরিফের দেশের হামলা ব্যর্থ করতে...

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...
Exit mobile version