Saturday, May 10, 2025

প্রকাশ্যে ২ কোটি চাকরির ভাঁওতা, ৮ বছরের মোদি জমানায় চাকরি মাত্র ৭ লক্ষ

Date:

বছরে ২ কোটি চাকরির প্রস্তাব দিয়ে ক্ষমতায় এসেছিল মোদি সরকার(Modi Govt)। তারপর থেকে পেরিয়ে গিয়েছে ৮ টা বছর। আর এই ৮ বছরে কেন্দ্রীয় সরকার চাকরি(Central Job) দিয়েছে মাত্র ৭ লক্ষ জনকে। অর্থাৎ বছরে ২ কোটির ভাঁওতা দিয়ে ক্ষমতায় এসে বছরে ১ লক্ষ চাকরিও দেয়নি মোদি সরকার। অথচ এই সময়কালে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য আবেদন করেছেন ২২ কোটি ৫ লক্ষ মানুষ।

চাকরি সংক্রান্ত বিষয়ে বুধবার সংসদে(Parliament) এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ০১৪-à§§à§« থেকে ২০২১-২২ অর্থবর্ষে সব মিলিয়ে চাকরি পেয়েছেন à§­ লক্ষ ২২ হাজার à§©à§§à§§ জন। আর এই সময়ে চাকরির জন্য আবেদন করেছেন মোট ২২ কোটি à§« লক্ষ ৯৯ হাজার ২৩৮ জন। এই সংক্রান্ত পরিসংখ্যান জানাতে গিয়ে জিতেন্দ্র বলেছেন, ২০১৪-à§§à§« থেকে প্রতি অর্থবর্ষে চাকরি পেয়েছেন যথাক্রমে à§§ লক্ষ ৩০ হাজার ৪২৩ জন, à§§ লক্ষ à§§à§§ হাজার ৮০৭ জন, à§§ লক্ষ à§§ হাজার à§©à§©à§© জন, ৭৬ হাজার ১৪৭ জন, à§©à§® হাজার ১০০ জন, à§§ লক্ষ ৪৭ হাজার ৯৬ জন, à§­à§® হাজার à§«à§«à§« জন এবং à§©à§® হাজার ৮৫০ জন। কেন্দ্রের এই পরিসংখ্যানে স্পষ্ট হয়ে যায় মোদি সরকারের মিথ্যাচারিতা। যদিও জিতেন্দ্র সিং জানান, “কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে শূন্যপদ, তাদের সংযুক্ত ও অধীনস্থ দপ্তরগুলিতে অবসর, পদোন্নতি, পদত্যাগ, মৃত্যুর কারণে উদ্ভূত হয়। সমস্ত মন্ত্রক ও বিভাগকে শূন্যপদগুলি পূরণের জন্য দ্রুত পদক্ষেপ করতে বলা হচ্ছে।”

প্রসঙ্গত, করোনা আবহে দেশের বেকারত্ব আরও বড় সমস্যা হয়ে উঠেছে। ২০২০ সালের মার্চ মাসে দেশব্যাপী লকডাউনের পরিস্থিতিতে ক্রমেই খারাপ হয়েছে পরিস্থিতি। গত পাঁচ দশকে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ হারে পৌঁছেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে লোকসভায় কর্মসংস্থান নিয়ে মুখ খুলল কেন্দ্র।


Related articles

রোহিতের পর বিরাট, লালবলের ক্রিকেটকে বিদায় জানানোর পথে কোহলি! বাড়ছে জল্পনা 

থমকে যাওয়া আইপিএল সিজনের মাঝেই নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিরাট কোহলি (Virat Kohli)। রোহিত শর্মার...

কাশ্মীর থেকে গুজরাট, ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের! পাল্টা জবাব ভারতের

বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও আকাশপথে হামলা জারি রাখল পাকিস্তান (Pakistan Air Attack)। শাহবাজ শরিফের দেশের হামলা ব্যর্থ করতে...

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...
Exit mobile version