জ্যোতি বসুর আপ্ত সহায়কের থেকেই বারুইপুরে বাগানবাড়ি নিয়েছিলেন পার্থ! দাবি স্থানীয় নেতার

বর্তমানে এই বাগান বাড়ি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অথবা তাঁর নামেই বলে দাবি গ্রামবাসীদের। এই বাড়িতে পার্থবাবুকে অনেকবার আসতেও দেখেছেন এলাকাবাসীরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এই বাড়িতে বেশি আসতেন বলে জানিয়েছেন বাড়ির প্রাক্তন কেয়ারটেকার।

বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে কোটি কোটি টাকা, গয়না উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। গ্রেফতার হয়েছেন অর্পিতাও। এরপর নামে-বেনামে একের পর এক সম্পত্তির হদিশ মিলছে পার্থ, অর্পিতা-সহ তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে। কোথাও অট্টালিকার মতো বিলাসবহুল বাড়ি তো কোথাও বিঘার পর বিঘা জমি। সন্ধান মিলছে একাধিক ব্যাঙ্ক একাউন্ট, লকার-সহ বিভিন্ন বিনিয়োগের নথিপত্র, এমনটাই জানা যাচ্ছে ইডি (ED) সূত্র মারফৎ।

এরই মাঝে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামে নতুন একটি সম্পত্তির হদিশ মিলেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর অঞ্চলের পুঁড়ি গ্রামে। তিন বিঘা জমির উপর পেল্লাই একটি দোতলা বাগান বাড়ি। বাগান বাড়ির নাম বিশ্রাম। নেমপ্লেটে লেখা সোহিনী। ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামও সোহিনী। উঁচু পাঁচিলে ঘেরা ওই বাগান বাড়িতে পুকুর, স্নানের ঘাট থেকে শুরু করে রয়েছে সুন্দর সুন্দর ফুল ও ফলের বাগান। এই বাগানবাড়ি নিয়ে এখন জোরচর্চা।এই বাগানবাড়ি নিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। পার্থ ঘনিষ্ঠ স্থানীয় এক নেতার দাবি, এই জমি ও বাগানবাড়ি বিক্রি হয়েছিল অনেক বছর আগে। বাম জমানার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর(Jyoti Basu) আপ্ত সহায়ক প্রথমে এই বাড়িটা কেনেন। তাঁর থেকেই পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় এই বাগানবাড়িটি নেন।

বর্তমানে এই বাগান বাড়ি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অথবা তাঁর নামেই বলে দাবি গ্রামবাসীদের। এই বাড়িতে পার্থবাবুকে অনেকবার আসতেও দেখেছেন এলাকাবাসীরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এই বাড়িতে বেশি আসতেন বলে জানিয়েছেন বাড়ির প্রাক্তন কেয়ারটেকার।


Previous articleKolkata: নির্ধারিত সময়ের আগেই সিজিও-তে মানিক ভট্টাচার্য
Next articleশারীরিক পরীক্ষার জন্য সিজিও থেকে বেরিয়ে হাসপাতালের পথে পার্থ-অর্পিতা