Wednesday, August 27, 2025

টালিগঞ্জ, বেলঘরিয়া এবার চিনার পার্ক (Chinar Park)। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরও এক ফ্ল্যাটের সন্ধান পেলেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, ন’পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।এমন কথাই বলছেন আবাসনের হিসাবরক্ষক। তাহলে কি ফের মিলবে টাকার পাহাড়? তদন্তে ইডি (ED) আধিকারিকরা।

এর আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি, প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। সঙ্গে বিপুল পরিমান সোনার গয়না এবং বিদেশী মুদ্রা উদ্ধার হয়েছে। গতকাল রাতেও অত্যাধুনিক টাকা গোনার মেশিন (Currency Counting Machine) এবং ব্যাংকের আধিকারিকদের নিয়ে বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় সংস্থা। তারপরই চোখ কপালে উঠেছে সবার। এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। আবাসন কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালে চিনার পার্কের কাছে প্রায় ৯০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে ২০১৮-র সালের দুর্গাপুজোর সময় তিনি সেখানে গেছিলেন বলে দাবি করেছেন আবাসন কর্তৃপক্ষ। যদিও তারপর আর কখনই অর্পিতাকে সেখানে দেখা যায় নি। হিসাবরক্ষক বলছেন, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ ৩৮ হাজার টাকা বাকি রয়েছে । গোটা বিষয়টা নিয়ে খোঁজ খবর করতে শুরু করেছেন ইডির কর্তারা। বিকেল ৫টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা ২ টি গাড়ি করে চিনার পার্কে পৌঁছে যান। অর্পিতার ফ্ল্যাটের খবর প্রকাশ্যে আসতেই, টালিগঞ্জ, বেলঘরিয়ার পর চিনার পার্ক থেকেও কুবেরের ধন পাওয়া নিয়ে বাড়ছে জল্পনা।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version