Tuesday, November 11, 2025

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল ভারত। তৃতীয় একদিনের ম্যাচেও ক‍্যারিবিয়ানদের পরাজিত করল শিখর ধাওয়ানের দল।  সিরিজের শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জিতল ১১৯ রানে।

২) অধিনায়ক হিসাবে নতুন নজির গড়লেন শিখর ধাওয়ান। পিছনে ফেলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের। ভারতের প্রথম অধিনায়ক হিসাবে এক দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের চুনকাম করলেন তিনি।

৩) জল্পনার অবসান। এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। বুধবার সরকারি ভাবে জানিয়েদিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। উল্লেখ্য, আগেই শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা জানিয়ে দিয়েছিলেন দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের পক্ষে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়।

৪) বাংলার অনুর্ধ্ব-২৫ দলের কোচ হলেন প্রণব রায়। বুধবার জানিয়ে দিল সিএবি। এত দিন এই দলের দায়িত্ব ছিল লক্ষ্মীরতন শুক্লার উপর। তাঁকে এই মরশুমে বাংলার সিনিয়র দলের দায়িত্ব দেওয়া হয়েছে।

৫) ইস্টবেঙ্গলের তরফে এ বার ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন ঝুলন গোস্বামী। ভারতের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানানোর কথা বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে ইস্টবেঙ্গল। জীবনকৃতি সম্মান পাচ্ছেন ক্লাবের দুই প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্ত।

৬) চোটের কারণে কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না নীরজ চোপড়া। তিনি বাদ যাওয়ায় এবারের গেমসে পতাকাবাহক পিভি সিন্ধু। অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী ব্যাডমিন্টন তারকার হাতে তুলে দেওয়া হল এই দায়িত্ব। ২০১৮ সালেও কমনওয়েলথ গেমসে পতাকা ছিল সিন্ধুর হাতে।

৭) আগামী মরশুমে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হচ্ছেন স্টিভন কনস্টানটাইন। বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দিয়েছে ইমামি। তাদের বিবৃতি অনুযায়ী, আপাতত ২০২২-২৩ মরশুমের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে ভারতের প্রাক্তন কোচকে।

আরও পড়ুন:অ্যাসিডিটি কমাতে এড়িয়ে চলুন জাঙ্কফুড, পেট খালি রাখবেন না

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version