অবশেষে জল্পনার অবসান। এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) ছাড়লেন ভারতীয় তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) । বৃহস্পতিবার এমনটাই জানান হল এটিকে মোহনবাগানের তরফ থেকে।

২০২০ সালে পাঁচ বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স থেকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান। প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি। কিন্তু তার পরের মরশুমে ক্রোয়েশিয়ান ক্লাব সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার। সিবেনিকে যোগ দেওয়ার পরে পরিস্থিতি ঘুরে যায় সন্দেশের। চোট-আঘাতের জেরে সিবেনিক থেকে ফের বাগানে যোগ দেন তিনি। সূত্রের খবর বাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে একদমই সন্তুষ্ট ছিলেন না তারকা ডিফেন্ডার। এছাড়াও জানা যাচ্ছে কোচের ফর্মেশনে সন্দেশ মোটেই ফিট করছেন না।
কিন্তু এখন প্রশ্ন হল আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলবে ঝিঙ্গান? সূত্রের খবর, সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ইস্টবেঙ্গল। বিগত বেশ কিছু দিন ধরে সন্দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে লাল-হলুদ ক্লাব। যদিও একটা সময় সন্দেশ বলেছিলেন, কলকাতায় খেললে শুধু এটিকে মোহনবাগানের হয়েই খেলবেন। এছাড়া সূত্রের খবর বিদেশে বিশেষ করে ইউরোপের কোন ক্লাবে খেলতে পারেন সন্দেশ। তবে এক্ষেত্রে টাকার পরিমাণ অনেকটা কম হবে। যদিও সন্দেশের প্রথম পছন্দ বিদেশের ক্লাবে যোগ দেওয়া। অপরদিকে সন্দেশকে পেতে দলবদলের বাজারে ঝাঁপিয়েছে সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসিও। এখন দেখার কী করেন বাগানের এই তারকা ডিফেন্ডার।

Thank you Sandesh Jhingan for your time at the club and all the best for the future! 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/jnRGPdRc5v
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) July 28, 2022
আরও পড়ুন:EastBengal: ইস্টবেঙ্গলের দায়িত্বে কনস্টানটাইন, দলে শৌভিক চক্রবর্তী-শুভাশিস রায়চৌধুরি
