ইস্টবেঙ্গলের (EastBengal) তরফে এবার ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত করা হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami)। এই ক্রিকেটারকে সম্মান জানানোর কথা বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে লাল-হলুদ কর্তারা। ১ আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ঝুলনকে সম্মানিত করা হবে।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে ভারত গৌরব সম্মানে ভূষিত করবে ইস্টবেঙ্গল ক্লাব । ১ অগাস্ট ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। সেদিন বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মান প্রদান অনুষ্ঠান। সেখানেই ঝুলনকে সম্মানিত করবে ইস্টবেঙ্গল। একই মঞ্চে এই বছর জীবনকৃতি সম্মান পাবেন দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং ক্লাবের প্রাক্তন অধিনায়ক স্বপন সেনগুপ্ত। প্রতিবারের মতো এবারও ময়দানের দুই রেফারি তপন হালদার এবং সুপ্রিয় ভট্টাচার্যকে সম্মানিত করবে ক্লাব। এই অনুষ্ঠানেই ক্লাবের তরফে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা লিভার ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ