টানা প্রায় ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। টেট-কাণ্ডে অভিযুক্ত মানিককে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সকাল পৌনে ১০টাতেই সেখানে পৌঁছে যান তিনি। তারপর টানা জিজ্ঞাসাবাদের পর রাত ১২টা কুড়ি নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তিনি। মানিক ভট্টাচার্যকে ইডির তরফে ফের ডাকা হতে পারে বলে খবর।

সূত্রের দাবি, শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকের বাড়িতে ১৭ ঘণ্টার তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে কেন্দ্রীয় সংস্থাটির আধিকারিকেরা। সেই সূত্রেই বুধবার ইডির দফতরে মানিককে তলব করা হয়। প্রসঙ্গত এর আগে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্থাবর–অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এমনকী তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং মেয়ের সম্পত্তির হিসাবও হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার ইডিও মানিকের সম্পত্তি খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করবে।

আরও পড়ুন- মিঠুনকে অবিলম্বে কেন গ্রেফতার করা উচিত? যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন কুণাল
