Thursday, August 28, 2025

বারুইপুরে পার্থর বাগানবাড়িতে মাঝরাতে রহস্যময় “চোরের দল”! তারপর?

Date:

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী নামাঙ্কিত “বিশ্রাম” বাগানবাড়ির হদিশ আগেই পেয়েছে ইডি। যেখানে পার্থবাবুর জামাইকে মূলত বেশি দেখা যেত। কখনও কখনও এখানে কিছু লোকজন নিয়ে পিকনিকও করতে আসতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই বিশ্রাম বাগানবাড়িতেই “চুরি”র ঘটনা! যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

আরও পড়ুন: পার্থকে সরকার এবং দলীয় পদ থেকে এখনই সরানো উচিত: বিস্ফোরক ট্যুইট কুণালের

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বারুইপুর থানার অন্তর্গত বেগমপুরের পুঁড়ি গ্রামের এই বাগানবাড়িতে রাত ১টা নাগাদ তালা ভাঙার আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন তাঁরা। কিছুলোক পাঁচিল টপকে বাগানবাড়ির মধ্যে ঢুকছিলেন। এরপর তাঁরা বাইরের দরজার তালা ভাঙেন। এলাকাবাসীদের অভিযোগ, তাঁদের সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয় ৪ দুষ্কৃতী। আসে বলে সূত্রের খবর। এক প্রত্যক্ষদর্শী জানান, ওই দুষ্কৃতীরা একটি চার চাকা গাড়ি নিয়ে এসেছিল। বেশ কিছু জিনিসপত্র গাড়িতে করে নিয়ে যায় তারা, জানান স্থানীয়রা।

যখন পার্থ বান্ধবী অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ, সোনা, গয়না, নথিপত্র বাজেয়াপ্ত করছে ইডি, ঠিক তখনই বারুইপুরের বাগানবাড়িতে চুরির ঘটনা। প্রশ্ন উঠছে, এই চোরের দল কি সাধারণ? পেটের দায়ে কি চুরি করতে এসেছিল তারা? ঠিক এমন সময়, যখন ইডি পার্থ ও তার বান্ধবীর একের পর এক আবাসনে তল্লাশি অভিযান করছে, ঠিক তখনই এমন ঘটনা অনেক প্রশ্ন উঠিয়ে দিচ্ছে।

অনেকের মনে প্রশ্ন জাগছে, তবে কি নথি পত্রের তথ্য প্রমাণ লোপাটের জন্য এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। গোটা বিষয়টি তদন্তে ইডি। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।

উল্লেখ্য, বারুইপুরের বেগমপুর অঞ্চলের পুঁড়ি গ্রামে কয়েক বিঘা জমির উপর আগেই একটি সাজানো বাগান বাড়ির হদিশ পাওয়া গিয়েছিল। বাড়ির নাম “বিশ্রাম”। এলাকাবাসীদের দাবি, এই বাড়িটি পার্থ চট্টোপাধ্যায় অথবা তাঁর মেয়ে সোহিনীর নামে। বাড়ির নেমপ্লেটে লেখা সোহিনী, যা পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নাম। যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই বেশ কয়েকবার এসেছেন। কখনও কখনও পার্থবাবু ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতাকেও দেখেছেন তাঁরা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version