Thursday, August 28, 2025

‘‘স্যর অত্যন্ত মানবিক”, অভিষেকের সঙ্গে বৈঠকের পর হাসিমুখে জানালেন SSC চাকরিপ্রার্থীরা

Date:

“স্যর অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক। উনি ১০০ শতাংশ চেষ্টা করবেন যাতে ২০১৬ সালে এসএসসি মেধাতালিকাভুক্তদের প্রত্যেকে চাকরি পান। কেউ যাতে বঞ্চিত না হন, উনি সে বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন। আমাদের নিয়োগের পরিপূর্ণরূপ ব্যবস্থা করবেন সম্পূর্ণরূপে আস্থা জোগালেন অভিষেকবাবু। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীরা।

পাশাপাশি চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা জানান, আগামী ৮ আগস্ট বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা। ওই বৈঠকে এসএসসি চেয়ারম্যানেরও উপস্থিত থাকতে পারেন। তাহলে কি আন্দোলন থেকে এবার অব্যাহতি নেবেন চাকরিপ্রার্থীরা। সে বিষয়ে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়নি বলেই জানান চাকরিকারীদের তরফে শহিদুল্লা।

এদিন বিকেল ৪টে নাগাদ শুরু হয় বৈঠক। তার আগে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে অভিষেকের অফিসে আসেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। অভিষেকের দফতরে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

কুনাল ঘোষ জানান, পথপ্রদর্শক হিসাবেই অভিষেকের দফতরে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের পৌঁছে দেওয়ার কাজটুকুই তিনি করেছেন মাত্র। এর আগে চাকরিপ্রার্থীদের সঙ্গে আগেও একবার দেখা করেছিলেন কুনাল ঘোষ। তাঁদের দাবি-দাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে এনেছিলেন। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন চাকরিপ্রার্থীরা।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীদের অন্যতম সদস্য শহিদুল্লাকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই অভিষেক তাঁদের সমস্ত সমস্যার কথা শুনেছেন।মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন আজ ছিল ৫০২ দিন।

আরও পড়ুন- বিতর্কে বিশ্বভারতী: মার্কসিট উধাও, ভাইরাল অধ্যাপকের ঘনিষ্ঠ ছবি

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version