Tuesday, May 13, 2025

শুভেন্দুর হুঁশিয়ারির পর এবার ইডির নোটিশ বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে

Date:

সম্প্রতি বিধানসভায় সরাসরি কৃষ্ণ কল্যাণীকে(Krishna Kalyani) হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। এর ঠিক পর এবার রায়গঞ্জের বিধায়ককে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তাঁর সংস্থার বিজ্ঞাপনী খরচ সংক্রান্ত লেনদেনে গরমিলের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে বিধানসভার পিএসি চেয়ারম্যানকে(PAC Chairman)।

ইডি সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। গত ২৫ জুলাই ইডির কৃষ্ণ কল্যাণীর সংস্থার ঠিকানায় পাঠানো হয় এই নোটিশ। হিসেব চাওয়া হয়েছে বিজ্ঞাপন বাবদ খরচের। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর তৃণমূলে যোগ দেন তিনি। মকুল রায় পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে এই পদে কৃষ্ণ কল্যাণীকে মনোনীত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও খাতায় কলমে এখনও বিজেপির বিধায়ক তিনি।

উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যে বারবার বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে এ অভিযোগ নতুন নয়। তাৎপর্যপূর্ণভাবে কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেওয়ার পর বিধানসভার বাজেট অধিবেশনে তাঁকে একপ্রকার ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং বিরোধী দলনেতার অঙ্গুলিহেলনে এই নোটিশ প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। হুমকির একমাস কাটার আগেই মিলল ইডি এই নোটিশ। যার জেরে বিজেপির ওয়াশিং মেশিন তত্ত্ব আরও জোরালো হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


Related articles

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ...

অতীতের স্মৃতি উস্কে মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আশঙ্কার নাম ‘শক্তি ‘

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে 'শক্তি' (Cyclone Shakti) বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ...

নেপালদেব ভট্টাচার্য: জনপ্রিয়তা থেকে বিতর্ক- সব নিয়েই সমাপ্ত এক অধ্যায়ের

জনপ্রিয়তা-বিতর্ক সব নিয়ে সমাপ্ত হল CPIM-এর দাপুটে শ্রমিক নেতা নেপালদেব ভট্টাচার্যের (Nepaldev Bhattacharya) জীবন। দল থেকে বহিষ্কৃত হয়েও...

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...
Exit mobile version