India Team: জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘোষণা হল ভারতের একদিনের দল, নেতৃত্বে ধাওয়ান, বিশ্রামে রোহিত-বিরাট

এই সিরিজে প্রত্যাশামতোই বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থদের।

শনিবার জিম্বাবুয়ের (Zimbabwe) বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল ভারত (India)। দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আবারও ধাওয়ানের ওপর এই সিরিজে ভরসা রাখল বিসিসিআই।

এই সিরিজে প্রত্যাশামতোই বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থদের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে যে দল খেলেছে, প্রায় সেই দলকে এই সিরিজে রেখে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে নেওয়া হয়েছে দীপক চ‍্যাহারকে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর দলে ফিরলেন দীপক চ‍্যাহার। চোটের কারণে বাইরে ছিলেন তিনি। ২০২২ আইপিএলে চেন্নাই সুপার কিংস তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে দলে নেয়। কিন্তু চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল তাঁর।

একনজরে জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের দল:  শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প‍্যাটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ এবং দীপক চ‍্যাহার।

আরও পড়ুন:কমনওয়েলথে ব্রোঞ্জ জয়ী গুরুরাজাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

 

Previous articleহাওড়ায় গাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, জালে ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়ক
Next articleফাঁসতে চলেছেন পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারা? অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটের ভিজিটারস বুকে নজর ইডির