Tuesday, November 4, 2025

‘ইচ্ছে’-এ কর ফাঁকি! তদন্তের নির্দেশ KMDA-র চেয়ারম্যান ফিরহাদের

Date:

গ্রেফতার হওয়ার পর থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukharjee) একের পর এক সম্পত্তির হদিশ মিলছে। তার মধ্যে রয়েছে কসবার (Kasba) রাজডাঙা মেইন রোডের উপর ‘ইচ্ছে’ বাড়িটি। তৈরির পর থেকে পুরসভাকে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে মালকিন অর্পিতার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র তথা KMDA-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দোষ প্রমাণ হলে কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন তিনি।

পুরসভার কর ও রাজস্বের খতিয়ান অনুযায়ী, ৯৫ নম্বর রাজডাঙা মেইন রোডের তিনটি প্লট-১০, ১১ এবং ১২। ১১ নম্বরে রয়েছে ‘ইচ্ছে’। সেই বাড়িটি ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার নামে। তাঁকে গ্রেফতার করার পরে বাড়িটিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ১১ নম্বর প্লটের বাড়িটি ২ কাঠা ৯ ছটাক জমির উপর তৈরি। বাড়ি-সহ এই জায়গার প্রকৃত পুরকর হওয়া উচিত ১ লক্ষ ৭৫ হাজার টাকা। অথচ তার জন্য পুরসভা বাৎসরিক কর পায় ২৩৫৬ টাকা। এছাড়া ১০ এবং ১২ প্লটে বাড়ি থাকলেও পুরসভার খাতায় ফাঁকা জমি হিসেবেই চিহ্নিত রয়েছে। এই নিয়েও প্রশ্ন উঠেছে।
কসবার রাজডাঙা এলাকায় অর্পিতা প্রোডাকশন হাউস চালাতেন বলে ইডি সূত্রে খবর। শ্যুটিংয়ের কাজে ভাড়া দেওয়ার পাশাপাশি, সেখানে প্রোডাকশন হাউসের কাজও চলত বলে খবর। অর্পিতা ২০১৩-তে ওই প্রোডাকশন হাউসটি খোলা হয়। ইডি সূত্রে খবর, পরে নাম পরিবর্তন হয়ে অর্পিতার নামে করা হয়।

আরও পড়ুন:সোমবারই শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন ব্রাত্য বসু

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version