Friday, August 22, 2025

হাওড়ায় গাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, জালে ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়ক

Date:

বিপুল পরিমাণ টাকা নিয়ে ঝাড়খন্ডের যাওয়ার পথে আটক কংগ্রেসের (Congress) তিন বিধায়ক (MLA)। একটি কালো রঙের গাড়িতে রাজেশ কাশ্যপ, নমন দিক্ষল ও ইরফান আনসারি নামে ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়ক কলকাতা (Kolakata) থেকে রওনা দেন। শনিবার সন্ধে নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কে হাওড়ার রানিহাটি মোড়ের কাছে নাটকীয় কায়দায় তাঁদের গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। ঘটনায় তিন বিধায়ককে আটক করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে, আগে থেকেই জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশের কর্তারা। সেই সময় তাদের গাড়িটি আটকান তাঁরা। বিধায়কদের ব্যাগের মধ্যে থরে থরে টাকাগুলি সাজানো ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি কংগ্রেসের বিধায়করা। এত টাকা নিয়ে যাওয়ার বৈধ কোনও কাগজপত্রও তাঁদের কাছে ছিল না বলে অভিযোগ। তিন বিধায়কেরই কথাবার্তায় বিস্তর অসঙ্গতি লক্ষ্য করা যায়। এরপর তাঁদের তিনজনকেই পাঁচলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হাওড়া জেলার(গ্রামীণ) পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান “বিপুল পরিমাণ ওই টাকা গুণতে ব্যাঙ্ক থেকে মেশিন আনা হয়েছে। গণণার শষে কত টাকা রয়েছে তা জানা যাবে। তবে তিনজনই ঝাড়খন্ডের কংগ্রেসের বিধায়ক। এই সংক্রান্ত পরিচয়পত্র তাদের থেকে পাওয়া গিয়েছে। ওই টাকা নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। কী উদ্দেশ্যে তাঁরা ওই টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন তাও আমাদের কাছে স্পষ্ট নয়। আপাতত ওদের আটক করে পাঁচলা থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।”

আরও পড়ুন- SSC-র নিয়োগ নিয়ে তদন্ত: একনজরে কী কী সম্পত্তির হদিশ পেল ইডি

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version