Thursday, August 28, 2025

তৃণমূল সহ বিরোধীদের চাপের কাছে নতিস্বীকার, দাম কমল বাণিজ্যিক গ্যাসের

Date:

গ্যাসের লাগামছাড়া দামবৃদ্ধি নিয়ে কখনও সংসদ চত্বরে ধরনা, কখনও ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তৃণমূলের সরাসরি আক্রমণ। বিরোধীদের ক্রমাগত চাপের কাছে শেষমেশ নতিস্বীকার করল কেন্দ্রের বিজেপি সরকার। জুলাইয়ের প্রথমে রান্নার গ্যাসের দাম বাড়লেও অগাস্টের শুরুতে খানিকটা জ্বালানির জ্বালা কমল। এদিন বাণিজ্যিক গ্যাসের দাম কমল সিলিন্ডার পিছু ৩৬ টাকা ৫০ পয়সা। ফলে, কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের দাম।

আরও পড়ুন:প্রায় ৬ ঘণ্টা জেরার পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার ইডির

এর আগে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বেড়েছিল। মে মাসে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। গত দেড় বছরে দেশে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। যদিও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময়, ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। তার পর থেকে ৪ দফায় ১৫০ টাকারও টাকার বেশি বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম।

প্রসঙ্গত, পেট্রল-ডিজেলের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে গ্যাসের দামবৃদ্ধিও। বাণিজ্যিক ব্যবহারের ‘লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’ সিলিন্ডারের দাম চড়চড় করে বেড়ে চলেছে। জ্বালানি তেলের দাম প্রায় রোজই বাড়ছে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এপ্রিল থেকেই জীবনদায়ী ও জরুরি ওষুধপত্রের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমজনতা। তার মধ্যে আবার রান্নার গ্যাস হাজার ছাড়িয়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তর।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version