Friday, November 14, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু ইডির খাবার তাঁদের মুখে রুচছে না বলেই জানা যাচ্ছে। একটু মুখরোচক খাবারের স্বাদ নিতে চাইছেন পার্থবাবু। তিনি নাকি রবিবার দুপুরের মেন্যুতে পাঠার মাংস খাওয়ার জন্য ‘আবদার’ করেন ইডির কাছে। ইডি আধিকারিকরা অবশ্য পার্থর কথায় আমল দেননি। বরং, চিকিৎসকদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে ইডি। ডায়েট চার্ট মেনেই দু’বেলা খাবার দেওয়া হচ্ছে। তাই পার্থর পাঠার মাংসের আবদার ২পিস চিকেন স্ট্রু’তে মেটানো হয়েছে।

আরও পড়ুন- নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন সলমন

সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে পার্থর খাওয়া-দাওয়া নিয়ে খুব সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইডি সূত্রে খবর, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে সুগার ফ্রি লিকার চা এবং দু’টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। ব্রেকফার্স্ট-এ দেওয়া হচ্ছে ওটসের খিচুড়ি। ঘন্টাখানেক পর দু’রকমের ফল। দুপুরের মেন্যুতে ভাত, ডাল, ২পিস মুরগির মাংসের মশলা ছাড়া পাতলা ঝোল। দুপুরে খাবার পর মুস্বাম্বির জুস। বিকেলে আবার তেলেভাজার আবদার করছেন পার্থ। কিন্তু বদলে মিলছে মুড়ি দু’টি করে বিস্কুট। রাতে দেওয়া হচ্ছে একেবারে মেপে রুটি-সবজি। এবং পুরোটাই চিকিৎসকদের পরামর্শ মতো।

অন্যদিকে, পার্থ বান্ধবী।অর্পিতা মুখোপাধ্যায় ড্রাই ফ্রুটস এবং ব্ল্যাক কফির জন্য আবদার করলেও কান দেয়নি ইডি। তাঁকেও চিকিৎসকদের পরামর্শ মতো ডায়েট দেওয়া হচ্ছে দু’বেলা। পার্থ-অর্পিতা দু’জনকেই কখনও কখনও ORS জল দেওয়া হচ্ছে। খাওয়া-দাওয়ার পর্বটিও ভিডিওগ্রাফি করে রাখছে ইডি।

 

 

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version