SSC-র বিক্ষোভের আঁচ পড়তে পারে নবান্ন চত্বরে, হাওড়া পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর

এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের বিক্ষোভের আঁচ পড়তে পারে নবান্ন (Nabanna) চত্বরে। হাওড়া পুলিশকে (Howrah Police) আগাম সতর্ক করল রাজ্য গোয়েন্দা দফতর। সোমবার, বিধাননগরে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের স্মারকলিপি (Deputation) জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। তারপরেই বিক্ষোভকারীরা নবান্নে গিয়ে বিক্ষোভ দেখাতে পারেন। এই বিষয় নিয়ে হাওড়া জেলা পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর। ইতিমধ্যে হাওড়া পুলিশ কমিশনারকে (Police Commissioner) ঘটনার কথা জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে ধর্নায় বসেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। পরে পুলিশ নিয়ে অশান্তি আটকায়। এর আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে ঘোষিত কর্মসূচি ছাড়াই নবান্ন চত্বরে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেছে। যার জেরে সমস্যার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। আচমকা বিক্ষোভ প্রদর্শনের জেরে বিপাকে পড়েছে হাওড়া পুলিশও। আর সেই কারণে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। আগেভাগেই হাওড়া পুলিশকে সতর্ক করল রাজ্য গোয়েন্দা দফতর।


 

Previous articleপ্রেমে হাবুডুবু মালকিন, বিয়ে করলেন পরিচারককে !
Next articleসোনার পদক পেয়েও খুশি নন অচিন্ত‍্য, ছেলের সাফল্যে গর্বিত মা পূর্ণিমা শিউলি