কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) জুডো (JUDO) থেকে এল ভারতের (India) ঘরে একটি রুপো এবং ব্রোঞ্জ পদক। জুডোর ৪৮ কেজি বিভাগে রুপো পেলেন সুশীলা দেবী (Shushila Devi)। ফাইনালে তিনি হারেন দক্ষিণ আফ্রিকার মিকায়েলা হোয়াইটবুইয়ের কাছে। অন্য দিকে, পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জিতলেন বিজয় কুমার (Vijay Kumar)।

ফাইনালে উঠে অন্ততপক্ষে রুপোর পদক আগেই নিশ্চিত করেছিলেন সুশীলা। খেতাবি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মিকায়েলা ওয়াইটবুইয়ের কাছে হেরে যাওয়ায় পদকের রং বদলানো হল না ভারতীয় তারকার।

অপরদিকে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বিজয় হারিয়ে দেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউকে। বিজয় কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার জোশুয়া কাৎজের কাছে। তবে ‘রেপেশাজ’ লড়াইয়ে তিনি হারিয়ে দেন স্কটল্যান্ডের ডিলন মুনরোকে। এদিন ব্রোঞ্জ পদকের ম্যাচে তাঁর বিপক্ষে ছিলেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউ। তাঁকে মাত্র ৫৮ সেকেন্ডে হারান বিজয়।

আরও পড়ুন:জমজমাট লাল-হলুদ দিবস, পতাকা উত্তোলন ক্রীড়ামন্ত্রীর, ‘ভারত গৌরব’ ঝুলন-লিয়েন্ডার
