Monday, November 10, 2025

ন্যাশনাল হেরাল্ডের অফিস সহ দিল্লির ১২ জায়গায় তল্লাশি ইডির

Date:

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংবাদপত্রের অফিস সহ দিল্লির ১২ জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। তবে মঙ্গলবার বাহাদুর শাহ জফর মার্গে ন্যাশনাল হেরাল্ডের অফিসে নিরাপত্তারক্ষী ছাড়া কেউই উপস্থিত ছিল না বলে খবর। কিন্তু তা অগ্রাহ্য করেই হেরাল্ড সংবাদপত্রের অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) পাশাপাশি রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। আর সেই সময়ই ইডির অন্যায়ভাবে দলের নেতা নেত্রীদের হেনস্থা করার প্রতিবাদে দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয় কংগ্রেস (Congress)। তবে ইডির ভয় দেখিয়ে কংগ্রেসের মুখ বন্ধ করা যাবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

মুদ্রাস্ফীতি (Inflation) এবং বেকারত্বের (Unemployment) মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনও জবাব নেই সরকারের কাছে। দেশের জনগণকে তারা জবাব দিতে অক্ষম। আর যারা সরকারকে অস্বস্তিকর প্রশ্ন করছে তাঁদের অপমানিত ও ব্ল্যাকমেল করতেই ইডিকে দিয়ে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। এদিন ন্যাশনাল হেরাল্ডের দফতরে ইডি হানা দেওয়ার ঘটনায় চরম ক্ষুব্ধ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি টুইট করে জানান, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুললেই নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে।

সম্প্রতি একাধিক ইস্যুতেই ইডির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণেই ইডি ও সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টায় মেতে উঠেছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা।


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version