Tuesday, November 4, 2025

কমনওয়েলথ গেমসে লন বোলে সোনা ভারতের, সোনা জয় টেবল টেনিসেও

Date:

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ইতিহাস। লন বলে সোনার পদক জয় ভারতের (India)। বার্মিংহামে ইতিহাস গড়লেন লাভলি চৌবে, রূপারানি তিরকে, পিঙ্কি ও নয়নমণি শইকিয়া। চার কন্যার হাত ধরে লন বোলে সোনা জিতল ভারত। লন বোলে সোনা জয়ের ঘণ্টাখানেক পরে আরও একটি সোনা জেতে ভারত। সোনা জেতে ভারতের পুরুষ টেবল টেনিস দল।

কমনওয়েলথ গেমসে লন বোল এই ইভেন্টে এর আগে কোনওদিন সোনা তো দূরের কথা, কোনও পদক পায়নি ভারত। চতুর্থ স্থানই ছিল সেরা পারফরম্যান্স। এদিন ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ পয়েন্টে হারানোর সঙ্গে সঙ্গেই সেই পরিসংখ্যান মুছে দিয়ে ইতিহাস গড়লেন লাভলিরা।

ফাইনালের শুরু থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় মেয়েরা। একটা সময় তো ৮-২ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন লাভলিরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১০-৮ পয়েন্টে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যদিও হাল না ছেড়ে ১৪ রাউন্ডের শেষে ১৫-১০ পয়েন্টে ফের লিড নেয় ভারত। তারপর শেষ রাউন্ডে আরও দু’পয়েন্ট আদায় করে সোনা ছিনিয়ে নেন লাভলি-পিঙ্কিরা।

এদিকে, লন বোলে সোনা জয়ের ঘণ্টাখানেক পরে আরও একটি সোনা জিতল ভারত। এবার সোনা জিতল ভারতের পুরুষ টেবল টেনিস দল। মঙ্গলবার ফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনার পদক ছিনিয়ে নেন ভারতের ছেলেরা।  ৩-০ গেমে ডাবলস ম্যাচ জিতে ফাইনালের শুরুটা  করেছিলেন হরমিত দেশাই ও জি সাথিয়ান। কিন্তু প্রথম সিঙ্গলস ম্যাচে ১-৩ গেমে হেরে যান বর্ষীয়ান ভারতীয় তারকা শরৎ কমল। যদিও দ্বিতীয় সিঙ্গলস ৩-১ গেমে জিতে ভারতীয় দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সাথিয়ান। এরপর তৃতীয় সিঙ্গলসেও সিঙ্গাপুরের খেলোয়াড়কে ৩-০ গেমে উড়িয়ে সোনা জয় নিশ্চিত করেন হরমিত।

আরও পড়ুন:ডার্বি নিয়ে মোহনবাগানকে খোঁচা লাল-হলুদ কর্তার, ক্লাবের ওপর সমর্থকদের ভরসা রাখতে বললেন বিনো জর্জ

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version