Wednesday, November 5, 2025

দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়ার কোনও সম্ভাবনাই নেই, সংসদে অর্থমন্ত্রী নির্মলা

Date:

ভারতে আর্থিক মন্দার (Economic Depression) কোনও সম্ভাবনাই নেই। টাকার দামের পতন নিয়ে বিরোধীদের (Opponents) সওয়াল জবাবের মুখে পড়ে সংসদে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। সংসদে (Parliament) বিরোধীদের টানা বিক্ষোভের পর মঙ্গলবার টাকার ক্রমাগত দাম কমা নিয়ে মুখ খুলল কেন্দ্র।
মঙ্গলবার সংসদে নির্মলা বলেন, এই মুহূর্তে দেশ আর্থিক আর্থিক দেনায় জর্জরিত হয়ে যাবে কিংবা দেশের অর্থনীতি (Indian Economy) মুখ থুবড়ে পড়বে এমন কোনও সম্ভাবনা নেই। তবে অর্থমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি যদি পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয় তাহলে দেশবাসীকে কেন চরম অব্যবস্থার মুখে পড়তে হচ্ছে? কেন্দ্রীয় সরকার গলার জোরে সমস্ত মিথ্যাকে সত্যি বলে চালানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ কমনওয়েলথ গেমসে লন বোলে সোনা ভারতের, সোনা জয় টেবল টেনিসেও
সম্প্রতি মার্কিন ডলারের (US Dollar) নিরিখে ভারতীয় টাকার দাম অনেকটাই নেমে গিয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ইদানীং কালের মধ্যে টাকার দামে এতটা পতন চোখে পড়েনি। গত দশ বছরে প্রথমবার দেশের আর্থিক অবস্থার এমন হাল।

নির্মলা জানান, কংগ্রেস সরকারের সময় দেশের অর্থনীতির হাল তলানিতে ঠেকেছিল। কিন্তু বিজেপি সরকার দায়িত্বে আসার পর বর্তমানে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। ইউপিএ সরকারের আমলে প্রতিবছরে টাকার দাম ১০ থেকে ১২ শতাংশ করে নেমেছে। আর সেখানে এনডিএ সরকার দায়িত্ব নিয়েই এই ঘাটতি অনেকটাই কমিয়েছে। নির্মলা জানিয়েছেন, বর্তমানে ডলারের দাম ৪.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version