Tuesday, August 26, 2025

দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়ার কোনও সম্ভাবনাই নেই, সংসদে অর্থমন্ত্রী নির্মলা

Date:

ভারতে আর্থিক মন্দার (Economic Depression) কোনও সম্ভাবনাই নেই। টাকার দামের পতন নিয়ে বিরোধীদের (Opponents) সওয়াল জবাবের মুখে পড়ে সংসদে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। সংসদে (Parliament) বিরোধীদের টানা বিক্ষোভের পর মঙ্গলবার টাকার ক্রমাগত দাম কমা নিয়ে মুখ খুলল কেন্দ্র।
মঙ্গলবার সংসদে নির্মলা বলেন, এই মুহূর্তে দেশ আর্থিক আর্থিক দেনায় জর্জরিত হয়ে যাবে কিংবা দেশের অর্থনীতি (Indian Economy) মুখ থুবড়ে পড়বে এমন কোনও সম্ভাবনা নেই। তবে অর্থমন্ত্রীর বক্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি যদি পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয় তাহলে দেশবাসীকে কেন চরম অব্যবস্থার মুখে পড়তে হচ্ছে? কেন্দ্রীয় সরকার গলার জোরে সমস্ত মিথ্যাকে সত্যি বলে চালানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ কমনওয়েলথ গেমসে লন বোলে সোনা ভারতের, সোনা জয় টেবল টেনিসেও
সম্প্রতি মার্কিন ডলারের (US Dollar) নিরিখে ভারতীয় টাকার দাম অনেকটাই নেমে গিয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ইদানীং কালের মধ্যে টাকার দামে এতটা পতন চোখে পড়েনি। গত দশ বছরে প্রথমবার দেশের আর্থিক অবস্থার এমন হাল।

নির্মলা জানান, কংগ্রেস সরকারের সময় দেশের অর্থনীতির হাল তলানিতে ঠেকেছিল। কিন্তু বিজেপি সরকার দায়িত্বে আসার পর বর্তমানে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। ইউপিএ সরকারের আমলে প্রতিবছরে টাকার দাম ১০ থেকে ১২ শতাংশ করে নেমেছে। আর সেখানে এনডিএ সরকার দায়িত্ব নিয়েই এই ঘাটতি অনেকটাই কমিয়েছে। নির্মলা জানিয়েছেন, বর্তমানে ডলারের দাম ৪.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

 

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version