Monday, August 25, 2025

ঝাড়খণ্ড-যোগে সিআইডি-র জালে ব্যবসায়ী মহেন্দ্র, অসুস্থ বোধ করায় নিয়ে যাওয়া হয় এসএসকেএমে

Date:

ঝাড়খণ্ডের (Jharkhand) ৩ কংগ্রেস বিধায়কদের টাকা দেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার লালবাজারের ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল (Mahendra Agarwal)। বুধবার সকালে তাঁকে গ্রেফতার করে ভবানী ভবনে (Bhawani Bhawan) নিয়ে যান সিআইডির (CID) আধিকারিকরা। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহেন্দ্র। হুইল চেয়ারে তাঁকে ভবানী ভবনের বাইরে নিয়ে আসেন সিআইডি আধিকারিকরা। এরপরই মহেন্দ্রকে চিকিৎসার জন্য এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ীর মেডিক্যাল চিকিৎসার পরই তাঁর অসুস্থতার কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

ঝাড়খণ্ডের ধৃত তিন কংগ্রেস বিধায়কদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সিআইডির গোয়েন্দারা পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস ও বাড়িতে তল্লাশি অভিযান চালায়। এরপর বিবাদী বাগের বিকানের বিল্ডিংয়ের অফিস থেকে মঙ্গলবার উদ্ধার হয়েছে ৩৪৭৭০০ টাকা ও ২৫০টি রুপোর কয়েন। মিলেছে কয়েকটি ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট ও হার্ড ডিস্ক। মঙ্গলবার সিআইডির গোয়েন্দাদের সঙ্গে যৌথ তল্লাশি অভিযান চালায় হেয়ার স্ট্রিট থানার পুলিশও।

তবে সিআইডি আধিকারিকরা মনে করছেন এই গোটা ঘটনার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে। কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার হয়েছে। টাকা উদ্ধারের প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। গত শনিবার সন্ধেয় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। কোথা থেকে এল এত নগদ টাকা? তার কোনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত বিধায়করা। এরপর সিআইডির তদন্তে উঠে আসে মহেন্দ্র আগরওয়ালের নাম। সেই সূত্র ধরে মঙ্গলবার বিকানের বিল্ডিংয়ে হানা দেয় সিআইডির আধিকারিকরা।


Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version