Saturday, May 3, 2025

আজই মন্ত্রিসভার রদবদল-শপথগ্রহণ: কারা আসছেন, কাদের সরানো হবে? অপেক্ষা কয়েক ঘণ্টার

Date:

আজই মন্ত্রিসভার রদবদল। রাজভবনে শপথ গ্রহণ বিকেল চারটেয়। সোমবার, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ওই দিন বিকেল চারটে মন্ত্রিসভার বৈঠকে হবে। ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা। এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। অনেকগুলি দফতর তাঁর হাতে চলে এসেছে। সেগুলি সবার মধ্যে ভাগ করে দিতে চান মমতা। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে।

মন্ত্রিসভায় কারা নতুন মুখ? কারা সরবেন? চলছে জল্পনা

রদবদলে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বর্ষীয়ান নেতা তাপস রায় (Tapos Ray), বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo), উত্তর ২৪ পরগনার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik), হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। তালিকায় রয়েছে দিনহাটার বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) নাম। বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বালিগঞ্জের বিধায়ককে মন্ত্রী করার বিষয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে। তাপস রায় দীর্ঘদিন বিধায়কই শুধু নন, দলের একজন বর্ষীয়ান নেতা। পরিষদীয় কাজে তাঁর জ্ঞান যথেষ্ট। তাঁকের পরিষদীয় দফতর দেওয়া হতে পারে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনার কথাও দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। প্রদীপ মজুমদারের (Pradip Adhikari) নাম শোনা যাচ্ছে মন্ত্রীত্বের তালিকায়। বয়সে তরুণ স্নেহাশিস চক্রবর্তীর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ্ব। উত্তরবঙ্গের বিধায়ক হিসেবে উদয়ন গুহর সম্ভাবনা উজ্জ্বল। এবার বিধানসভা নির্বাচনে তিনি সর্বাধিক ভোটও পেয়েছেন।

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন মন্ত্রী পরেশ অধিকারী। কারণ, এসএসসি (SSC)-র নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাঁর কন্যার স্কুলশিক্ষিকার চাকরি গিয়েছে। কাজের নিরিখে বাদ পড়তে পারেন চন্দ্রনাথ সিংহ, সৌমেন দাস মহাপাত্র, অসীমা পাত্রও। চূড়ান্ত তালিকা জানতে অপেক্ষা আর কিছুক্ষণের।


Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version