Monday, January 26, 2026

মেলেনি অনেক প্রশ্নের উত্তর, আজ আদালতে পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে চাইবে ইডি

Date:

Share post:

বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় মুখ খুললেও ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় সেভাবে তদন্তকারীদের প্রশ্নের সামনে মুখে কুলুপ এঁটেছেন। তবে সংবাদমাধ্যমের সামনে “ষড়যন্ত্র” তত্ত্ব খাড়া করার পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলা নিয়ে পার্থ বলেন, “সময় এলে সবকিছু বলব”। মিডিয়ার সামনে তাঁর এই দুই বক্তব্য হাতিয়ার করেই আজ, বুধবার ফের পার্থকে আরেক দফা নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্কশাল আদালতে ইডি স্পেশাল কোর্টে আজ এমনই আর্জি করতে পারে তদন্তকারী দল।
অন্যদিকে, অর্পিতাকে জেরা করে নিত্যনতুন তথ্য উঠে আসছে। তাই পার্থ বান্ধবীকেও আরও কিছুদিন হেফাজতে রাখার আবেদন করতে চায় ইডি। মোটকথা, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের উৎস কী? এই।লেনদেনে আরও কারা যুক্ত ছিলেন? ষড়যন্ত্র হয়ে থাকলে কারা, কী কারণে তা করল, এইসব প্রশ্নের উত্তর এখনও পায়নি ইডি। তাই হেফাজত প্রয়োজন বলেই আদালতের কাছে যুক্তি খাড়া করবেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা।
ব্যাঙ্কশাল কোর্টে এদিন প্রি লাঞ্চ আওয়ারেই তাদের পেশ করা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁদের কী এদিন নতুন করে ফের স্বাস্থ্য পরীক্ষা করা হবে কিনা, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সকাল ১০টা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বের করে দুজনকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে, নাকি সরাসরি ব্যাঙ্কশাল কোর্টে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে গতকাল, মঙ্গলবার রুটিন মেডিক্যাল চেক আপ হয়েছে পার্থ-অর্পিতার। যে রিপোর্ট ৪৮ ঘণ্টা পর্যন্ত মান্যতা পায়। তাই আজ আদালতে পেশের আগে নতুন করে ফের মেডিক্যাল টেস্ট হবে না বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
অন্যদিকে, ভুবনেশ্বর এইমস এবং জোকা ইএসআই জুতো কাণ্ডের পর পার্থর নিরাপত্তার ঘেরাটোপ বাড়ানো হচ্ছে। ব্যাঙ্কশাল কোর্টে কার্যত তাকে ঘিরে থাকবে CRPF। এমনটাই ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে
ম্যারাথন জেরার পর তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। ২৪ জুলাই গ্রেফতার করা হয় পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই থেকেই দু’জনে ইডি হেফাজতে।

spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...