Saturday, November 22, 2025

মেলেনি অনেক প্রশ্নের উত্তর, আজ আদালতে পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে চাইবে ইডি

Date:

Share post:

বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় মুখ খুললেও ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় সেভাবে তদন্তকারীদের প্রশ্নের সামনে মুখে কুলুপ এঁটেছেন। তবে সংবাদমাধ্যমের সামনে “ষড়যন্ত্র” তত্ত্ব খাড়া করার পাশাপাশি এসএসসি দুর্নীতি মামলা নিয়ে পার্থ বলেন, “সময় এলে সবকিছু বলব”। মিডিয়ার সামনে তাঁর এই দুই বক্তব্য হাতিয়ার করেই আজ, বুধবার ফের পার্থকে আরেক দফা নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্কশাল আদালতে ইডি স্পেশাল কোর্টে আজ এমনই আর্জি করতে পারে তদন্তকারী দল।
অন্যদিকে, অর্পিতাকে জেরা করে নিত্যনতুন তথ্য উঠে আসছে। তাই পার্থ বান্ধবীকেও আরও কিছুদিন হেফাজতে রাখার আবেদন করতে চায় ইডি। মোটকথা, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের উৎস কী? এই।লেনদেনে আরও কারা যুক্ত ছিলেন? ষড়যন্ত্র হয়ে থাকলে কারা, কী কারণে তা করল, এইসব প্রশ্নের উত্তর এখনও পায়নি ইডি। তাই হেফাজত প্রয়োজন বলেই আদালতের কাছে যুক্তি খাড়া করবেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীরা।
ব্যাঙ্কশাল কোর্টে এদিন প্রি লাঞ্চ আওয়ারেই তাদের পেশ করা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁদের কী এদিন নতুন করে ফের স্বাস্থ্য পরীক্ষা করা হবে কিনা, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সকাল ১০টা নাগাদ সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে বের করে দুজনকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে, নাকি সরাসরি ব্যাঙ্কশাল কোর্টে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে গতকাল, মঙ্গলবার রুটিন মেডিক্যাল চেক আপ হয়েছে পার্থ-অর্পিতার। যে রিপোর্ট ৪৮ ঘণ্টা পর্যন্ত মান্যতা পায়। তাই আজ আদালতে পেশের আগে নতুন করে ফের মেডিক্যাল টেস্ট হবে না বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
অন্যদিকে, ভুবনেশ্বর এইমস এবং জোকা ইএসআই জুতো কাণ্ডের পর পার্থর নিরাপত্তার ঘেরাটোপ বাড়ানো হচ্ছে। ব্যাঙ্কশাল কোর্টে কার্যত তাকে ঘিরে থাকবে CRPF। এমনটাই ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে
ম্যারাথন জেরার পর তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। ২৪ জুলাই গ্রেফতার করা হয় পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই থেকেই দু’জনে ইডি হেফাজতে।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...