ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ২১৪ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,৩৫০.৫৩ (⬆️ ০.৩৭%)

🔹নিফটি ১৭,৩৮৮.১৫ (⬆️ ০.২৫%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। গত কয়েক সপ্তাহ লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। বুধবার আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ২১৪ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৪২ পয়েন্ট।

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ২১৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২১৪.১৭ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৩৫০.৫৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ৪২.৭০ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩৮৮.১৫।


Previous article৫ বছরে ১০ লক্ষ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি, ‘সেরা’ জালিয়াত মেহুল
Next articleঅন্ধ্রপ্রদেশে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ বেড়ে শতাধিক, তদন্তের নির্দেশ সরকারের